ইসলাম কি চায় আর বিশ্ব কেমন চলছে???

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৭ ডিসেম্বর, ২০১৫, ১০:০৫:১২ সকাল

আজ অনেক ভারি ভারি তথা জ্ঞানি জ্ঞানি গম্ভীর টাইপ স্ট্যাটাস লিখবো বলে আয়োজন করে সময় নিয়ে বসেছি। তাই স্ট্যাটাস পড়ার আগেই সিধান্ত নেন, পড়বেন নাকি পড়বেন না!!!!

খ্রিস্টানরা হচ্ছে পৃথিবীতে জনসংখ্যায় প্রথম, তাদের পরের অবস্থানে আছে মোসলমানেরা। খ্রিষ্টানেরা একটা সময় চলতে চাইতো যীশুর আইনে। ধর্ম ইউরোপে রাখতে পেরেছে বিশাল প্রভাব। ধর্মের প্রভাব কমে আসার পরে এখন খ্রিষ্টানদের অনেকেই হয়ে যাচ্ছে নাস্তিক। তারা ব্যাক্তি স্বাধীনতা নামের একটি আন্দোলনের জন্ম দিয়েছে। তারা বলছে একজন মানুষ তার জিবনে কি করবে না করবে সেটা সে নিজে নির্ধারন করবে, ধর্ম নয়। তাই তারা এখন যা মনে চাচ্ছে তা করে বেড়াচ্ছে। ধর্মের আইনের প্রতি তাদের তেমন কোন আগ্রহ নেই। তারা ভাবছে মানুষ তার বিবেক বুদ্ধি খাটিয়ে করবে মানুষের জন্য আইন তৈরি , ঈশ্বর নয়। তাই তারা ঈশ্বর শিখানো নৈতিকতাকে বদলে তাদের মাথা খাটিয়ে করতে চাচ্ছে নৈতিকতার সীমা নির্ধারন। উদাহারন দেওয়া যাক...... ৬০ বা ৭০ এর দশকে আমেরিকাতে যদি কোন গে বা লেসবিয়ান ধরা পড়তো তাহলে সেই গে বা লেসবিয়ানকে বলা হত মানুসিক রোগি। করা হত তার চিকিৎসা। আর এখন আপনি যদি লেসবিয়ান বা গে কে ঘৃণা করেন তাহলে আপনি আমেরিকাতে হবে মানসিক রোগি। এবং আপনার করা হবে চিকিৎসা gasp emoticon পশ্চিমা বিশ্বে সমকামিতা এখন বৈধ।

মানে সময়ের সাথে সাথে তারা তাদের মূল্যবোধকে পরিবর্তন করে নিয়েছে নিজেদের মত। যেহেতু তারা মানুষ সেহেতু তারা সামনে করতে পারে এই আইনেরও পরিবর্তন। পৃথিবীতে ৩ নাম্বার জনসংখ্যার ধর্ম - বৌদ্ধ। তাদের আবার বেশির ভাগেই নাস্তিক। তারা করেনি এই আইনের বিরোধিতা । বেশির ভাগ হিন্দুর দেশ ভারত এবং নেপাল করেছে সমকামিতাকে সাপোর্ট। মানে প্রকারন্তরে এই ২ ধর্ম হচ্ছে খ্রিস্টানদের এই বিকৃত চিন্তার অনুসারী। বাকি থাকলো ১ বিশাল জনগুষ্ঠি, তাদের নাম মুসলিম । আগে রাশিয়া থাকলে রাজনিতিক কারনে আমেরিকা যা বলতো তারা করতো তার বিপরীত। আমেরিকা ডানে গেলে তারা যেতো বামে। আমেরিকা সমকামি বিবাহ বৈধ করলে তারা নর্মাল বিয়েকে বেশি উৎসাহ দিতো।

এখন আমেরিকার প্রতিধন্ধি হিসেবে আছে শুধু মুসলিমরা।রাশিয়া হয়ে পড়েছে দুর্বল। মুসলিমরা নিজেদের ধর্ম মানতে গিয়ে না জেনে পশ্চিমাদের সব আইনের বিরুদ্ধে চলছে। যেসব জিনিস পশ্চিমাদের কাছে পান্তা ভাত সেসব জিনিস এই মুসলিমরা দেখলে আস্তাগফেরুল্লা পড়ে। পশ্চিমাদের গায়ে জ্বালা ধরে গেলো। তারা ভাবলো গরিব একটা জনগুষ্ঠি আর এরা কিনা করে আমাদের বানানো আইনের বিরোধিতা!!!!! আক্রমণ করো এদের..................

বিষয়: বিবিধ

১৫৩৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353011
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনার লেখার/বাক্যগঠনের ধরণটা আমার শ্রদ্ধেয় শিক্ষক ডঃ এবনে গোলাম সামাদ এর লেখার মত!!
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০০
293022
মোহাম্মদ রিগান লিখেছেন : উনি আমারো প্রিয় মানুষ। উনার কাছ থেকেই শিখা.।.।.।। Love Struck Tongue
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৮
293027
অপি বাইদান লিখেছেন : আল্যা-ভাইরাস পূজারী মুস্লিমরা আর কতকাল ছাগু হয়ে থাকবে?? এবার তোরা মানুষ হ.........
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৫
293029
মোহাম্মদ রিগান লিখেছেন : তুই বলদ আবার আসছিস??? বল তোর কি প্রশ্ন?? বলদের প্রশ্ন শুনার মাঝেও বিনোদন আছে। দে আবাল টাইপের প্রশ্ন করে আমাকে বিনোদন দে Rolling on the Floor Crying Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
353012
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সহজে যা বুঝি এমন কর্ম মুসলমানরা করবেনা যা মুসলিম জনগোষ্টির ক্ষতির কারন হয়...,এখন ইসলামের নামে যা হচ্ছে তা মুসলমানদেরই বিকটিম বানাচ্ছে...যা ওম্মতে মোহাম্মদি সাঃ করতে পারেনা...এটা অন্যদের কাজ,আর যাহারা প্রকৃত কোরআন সুন্নাহর আদর্শে ইসলামি আন্দোলন করে একটা পর্যায় এসেছিলো তাদের অবস্থাও চোখের সামনে,তাহারা ধ্বংসাত্বক না হয়েও আজ জুলুমের চরম শিকার...,খ্রিস্ঠান ইহুদি সনাতনি বদ্ধু...আরো অজানা ধর্মাবলম্বিদের ব্যাপারে আপনার লিখাতেই বর্ণীত...,আফসোস মুসলমানরাই শুধু মুসলমান হলামনা। অনেক ধন্যবাদ।
353033
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৬
অপি বাইদান লিখেছেন : আল্যা নামক ভাইরাস পূজারী মুস্লিমরা আর কতকাল ছাগু হয়ে থাকবে?? এবার তোরা মানুষ হ.........
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৪
293028
মোহাম্মদ রিগান লিখেছেন : তুই বলদ আবার আসছিস??? বল তোর কি প্রশ্ন?? বলদের প্রশ্ন শুনার মাঝেও বিনোদন আছে। দে আবাল টাইপের প্রশ্ন করে আমাকে বিনোদন দে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File