আপনি যদি পিস টিভি বন্ধের পক্ষে থাকেন তাহলে এই লেখা আপনার জন্য.........
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৪:২২ দুপুর
২০০৮ সাল থেকে আমি জাকির নায়েকের লেকচার দেখি। উনার মুখস্ত করার ক্ষমতা আমাকে ব্যাপক ভাবে আলোড়িত করে সে সময় । মনে একটা হাস্যকর মোটিভেশন আসে। ভাবলাম উনি যদি বিভিন্ন ধর্মের মোটামোটা বই গুলোর পৃষ্ঠা নাম্বারসহ বলতে পারে তাহলে আমি ইন্টারের ১২টা পাঠ্য বইয়ের পৃষ্ঠাসহ মুখস্ত করতে পারবো না কেন?? শুরু করলাম এক অন্যরকম শক্তি নিয়ে পড়া মুখস্ত করা কিন্তু সাইন্সে ছিলাম বলে প্রাক্টিকেলের মার্কের জন্য মার খেলাম, রেজাল্ট আশানুরূপ হল না........................
আমি যখন দেখতাম তখন হয়তো বাংলাদেশের ১ হাজার মানুষও তার নাম জানতো না। এখন বাংলাদেশে তার নাম জানেনা এমন মানুষের সংখ্যা মনে হয় ১ হাজার জন হবেনা!!!!
গতকাল ওলামারা(!) দেখলাম জাকিরের পিস টিভির বিরুদ্ধে নালিশ দিয়েছে পুলিশের কাছে। তাদের মতে পিস টিভি নাকি জঙ্গিবাদ প্রচার করে!!!!
গত আওয়ামীলীগের আমলে যখন রমনা বটমূলে হামলা হয়েছে তখন কি পিস টিভি ছিলো?? যখন বাংলা ভাইয়েরা ছিলো তখন কি পিস টিভি ছিলো??? উত্তর না। তবে এই আবাল আলেম বলে কথিত জালেমরা ছিলো। এরা এদের ভ্রান্ত শিক্ষা দিয়ে যাচ্ছে বাংলার মানুষকে। এদের ভুল শিক্ষার ফলেই হচ্ছে জঙ্গিবাদ..................
আমাদের উপমহাদেশের ইসলামের প্রথম প্রদীপ শিখা দেওবান্দ। পরে দেওবান্দের ফিলোসফি ছড়িয়ে পড়ে উপমহাদেশে। মক্কা-মদিনা বা মধ্যপ্রাচ্য দূরে হওয়াই মানুষ দেওবান্দ থেকেই ইসলাম জানতো। কিন্তু দুঃখের হলেও সত্যি যে এই দেওবান্দিদের হাত ধরেই অনেক শির্ক-বিদাত ছড়িয়ে পড়ে উপমহাদেশে। হিন্দুদের সংস্পর্শে থাকা উপমহাদেশ বা মধ্যপ্রাচ্য অনেক দূরে থাকায় দেওবান্দের কিছু ভুল হবেই, এটাই স্বাভাবিক, কারন সব হাদিস বা কোরআন একসাথে পাওয়া এখনকার মত তখন সহজ ছিলো না..................
সমস্যা দেখা দিয়েছে সব কোরআন হাদিস জানার পরেও এই আধুনিক যুগেও তারা মেনে নিতে চাচ্ছেনা সত্যকে, আঁকড়ে ধরে থাকতে চাইছে তাদের আগের ভুল গুলোকে। মজার ব্যাপার হচ্ছে যারা তাদের ভুল গুলোকে ধরিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে এরা ক্ষেপে যাচ্ছে এবং মানুষকেও ক্ষেপানোর চেষ্টা করছে......
জাকির নায়েক এবং পিস টিভির আরো হকপন্থি ওলামারা যখন মিডিয়াকে ব্যাবহার করে এদের ভুল ধরিয়ে দিচ্ছে তখন সাধারন মানুষ পিস টিভিকে সাদরে গ্রহণ করেছে। কথিত দেওবান্দের আলেম এবং তাদের দাওয়াবিভাগ তাবলীগ, তারা দেখলো তাদের ভুল আকিদা বা বানোয়াট কাহিনী মার খাচ্ছে সাধারন মানুষের কাছেই। তাই তারা এখন চাচ্ছে পিস টিভি বন্ধ করতে। এটা তারা বলছে ইসলাম রক্ষার জন্য নয় তাদের সম্মান(!) এবং কথিত ভুল মতবাদ টিকিয়ে রাখার জন্য.....................
বিষয়: বিবিধ
১৪৫৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.rtnn.net/bangla//newsdetail/detail/1/3/127490#.VmP8bbh97IW
জাকির নায়েক যাহা ছড়িয়ে দিয়েছেন সারা দুনিয়ার মওলানারা এক হলেও তাহা রুখতে পারবে না ইনশাআল্লাহ! কারন নায়েক সাহেব আমাদেরকে মূল জায়াগায় নিয়ে গেছেন। সেই মূল হচ্ছে কোর'আন ও সহী হাদীস।
তবে পিস টিভিতে মতিউর রহমান মাদানি সাহেবের মত একজন উগ্রপন্তি আলেমের বক্তব্য প্রচারে আমরা দুঃখিত এবং লজ্জিত।
জাযাকাল্লাহ খায়ের।
নূরে হক্ক,শামায়ে ইলাহীকো বুঝা সাকতা হ্যায় কৌন/ জিসকা হামী খোদ খুদা হ্যায় উসে মিটা সাকতা হ্যায় কৌন?
কট্টর ভারত যাকে লাইসেন্স দিয়েছে তাকে আওয়ামীরা না মানলেও সারা দুনিয়ার দরজা তাদের জন্য খোলা৷ খু শিঘ্রই চাইনিজ ও ম্যাণ্ডারিন ভাষায়ও প্রচার শুরু করবে পিস টিভি৷ বাঙ্গালী জাহান্নামে গেলে জাকিরের কিছুই এসে যাবেনা৷ ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন