১০টি ঐতিহাসিক সত্য, যা বললে রাজাকার হওয়ার সম্ভাবনা বেশি...............

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৮ নভেম্বর, ২০১৪, ১২:৪৪:৫৩ দুপুর

১.গোলামাজম বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রথম স্মারকলিপি দিয়েছিলেন,১৯৪৮ এ

২.বাংলা ভাষাকে support করায় তার কলেজের চাকুরি চলে যায়,১৯৫২ তে ।

৩.মতিয়া চৌধুরী মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিল।

৪.ইনু মুজিবকে মারার জন্য ২০ সদস্যের সুইসাইড স্কোয়াড গঠন করেছিল

৫.দিলিপ বড়ুয়া স্বাধীনতা যুদ্ধকে ২ কুত্তার কামড়াকামড়ি বলেছিল।

৬.মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাই নাই, চেয়েছিল সাইত্তশাসন।

৭.জিয়াকে প্রথম স্বাধীনতার ঘোষক বলেন ভারতের প্রেসিডেন্ট ,১৯৭৫ সালে।

৮.স্বাধীনতা যুদ্ধে ১৪ ডিসেম্বর বেশি মারা যায় চীনপন্থি বুদ্ধিজীবী,যারা পাকিস্তান ভেঙে যাক এটা চাইনি।

৯. তাজউদ্দীন সাহেব ছিল তীব্র ভাবে ভারতপন্থী যে কারনে শেখ মুজিব তাকে বাদ দিয়ে ছিল মন্ত্রি সভা থেকে।

১০. কলকাতার মুসলিমরা চেয়ে ছিল পাকিস্তান যেন না ভাঙে । অর্থাৎ বাংলাদেশের হওয়ার বিরোধিতা করেছিল।

বিষয়: রাজনীতি

১১৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285462
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জেনে ভালো লাগলো তবে আপনাকে রাজাকারের খাতায় ফেলা হলো। Big Grin Big Grin
285465
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সেই জন্যই দেশে, দিনে দিনে রাজাকারের সংখ্যা বৃদ্ধি ঘটছে। সত্য ও রাষ্ট্রের পক্ষে প্রকৃত কথা বললেই মুহুর্তেই যে কেউ রাজাকার হয়ে যায়। আসলে এটা এক প্রকার ভিন্ন ধরনের স্বীকৃতি! অর্থাৎ যাদের রাজাকার বলা হয়, তারাই আদতে দেশের মঙ্গল ও নিরাপত্তার জন্য কথা বলে। অনেক ধন্যবাদ।
285470
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২৩
প্রেসিডেন্ট লিখেছেন : সে সময় খুব দ্রুত ঘনিয়ে আসছে যখন রাজাকার বললে মানুষ সম্মানিত বোধ করবে।
285574
১৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য যেখানে ভয়ংকর! সেখানে শান্তি কোথা থেকে আসবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File