অমল কান্তি এবং আমার ছেলেবেলা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৭ নভেম্বর, ২০১৪, ০৫:৪১:৫৭ বিকাল

খুব ছোটবেলায় ১ বার বিটিভির ১ অনুষ্ঠানে ১টা কবিতার আবৃত্তির কিছু অংশ শুনেছিলাম। হারিয়ে যাওয়া সময়ের মারপ্যাঁচে কবিতাটার শুধু ১টা লাইনের অংশই আমার মনে ছিলো "............ রোদ্দুর হতে চেয়ে ছিলো"।

আজ আমার ১ স্কুল বন্ধুর পোস্টে দেখলাম সে কবিতাটা। সম্পূর্ণ!!! আগেই ধারনা ছিলো কবিতাটা কবির ১ স্কুলের সহপাঠীকে নিয়ে লেখা। সব পড়ার পরে দেখলাম আসলেই তাই। মজার ব্যাপার হচ্ছে যার ওয়ালে পড়লাম সেও আমার স্কুলের সহপাঠী। কি আশ্চর্য!!!!!

প্রকৃতি কি আমাকে কোন মেসেজ দেওয়ার চেষ্টা করছে????? কবিতাটা নিচে দেওয়া হল। আমি নিশ্চিত, আপনাদের সবার ভাল লাগবে.....................

অমল কান্তি

নীরেন্দ্রনাথ চক্রবর্তী

অমল কান্তি আমার বন্ধু

ইশকুলে আমরা একসাথে পড়তাম

রোজ দেরী করে ক্লাসে আসত, পড়া পারত না।

শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকত যে

দেখে ভারী কষ্ট হত আমাদের।

আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার, কেউ উকিল।

অমল কান্তি সেসব কিছুই হতে চায়নি

সে রোদ্দুর হতে চেয়েছিল।

ক্লান্ত বর্ষন আর কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,

জাম আর জাম্রুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে।

আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল

অমল কান্তি রোদ্দুর হতে পারেনি।

সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে,

মাঝেমধ্যে আমার সাথে দেখা করতে আসে

চা টা খায় , এটা ওটা গল্প করে তারপর

তারপর হঠাত করে বলে ওঠে, “উঠি তাহলে”

আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত,

যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হত না।

অথচ সকলের ইচ্ছে পূরণ হল, এক অমল কান্তি ছাড়া

অমল কান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমল কান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে

যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।…………………

বিষয়: সাহিত্য

১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File