এসব মিডিয়াকে কি করা উচিত??

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৫ অক্টোবর, ২০১৪, ১০:৪১:৫২ সকাল

আমার উপরের শিরোনাম দেখে হয়তো অনেকে অবাক হবেন। আসেন ব্যাখ্যা করি কেন আমি এটা বললাম।

যখন দেশের মানুষ তীব্র ভাবে কোন সরকারের উপর হতাশ হয় ,তখন তারা ভাবে মিডিয়াও তাদের প্রতি সমর্থন দিবে। কিন্তু যখন দেখে সে মিডিয়া সমর্থন না দিয়ে উল্টা সরকারের গোলামী কর্‌, তখন মানুষের মেজাজ কি আর ঠিক থাকে?

আমাদের মিডিয়া কি ভাবে সরকারের গোলামী করে তার কিছু উদাহারন দি।

১. বিরোধীদের মিছিলকে বলা হবে "ঝটিকা মিছিল", আর সরকারী দলেরটা বলা হবে "মিছিল " তা যত ছোট হোক না কেন।

২. মানুষ কম হলে সরকারি দলের মিছিলে ক্যামেরা ধরবে মাটি থেকে বা এমন উচ্চতা থেকে যেন মিছিলে অনেক মানুষ মনে হয়। বিরোধীদের ক্ষেত্রে উল্টা ।

৩. চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে করা হবে হরতালের রিপোর্ট । আরে ভাই আমরা সবাই জানি চার রাস্তার মোড়ে ১ টা করে গাড়ি হলে ৪ টা হবে। ১ দিকের রাস্তায় গেলে বুঝা যাবে গাড়ি আছে কি নেই।

৪. কোন প্রমান ছাড়া বা কোন নির্ভরযোগ্য সুত্র ছাড়া বলবে বিরোধী দল এটা করছে ওটা করছে ইত্যাদি ।

৫. বামদের ভোট না থাকলেও তাদের টকশোতে নেওয়া হবে বেশি, ইসলামী শক্তিকে করা হবে অবহেলা।

৬. বিরোধীদের কেউ মারা গেলে গুরুত্ব কম দেওয়া হয়। উল্টা হয় সরকারি দলের ক্ষেত্রে। সরাসরি যোগাযোগ করা হবে সেখানে।

বিষয়: রাজনীতি

১১৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277993
২৫ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৫
কাহাফ লিখেছেন :
ওদের পাছায় 'চুতরা'পাতা ঘষে দেয়া উচিৎ, তাহলে মিথ্যা-বানোয়াট এসব করার সময় পাবে না।
277999
২৫ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিডিয়া নিজেই এখন মিথ্যাবাদি।
278000
২৫ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কিছু কিছু মিডিয়া বাদে বাকি সবই এখন হলুদে হলুদে ছয়লাব। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে গুলিয়ে ফেলছে সব।
278034
২৫ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৯
প্রেসিডেন্ট লিখেছেন : অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। এগুলি মিডিয়া নয়, এগুলি হচ্ছে ভারতের অর্থে লালিত র এর এজেন্ট।
278055
২৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২১
মামুন লিখেছেন : লেখাটি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। Thumbs Up Thumbs Up Thumbs Up
278106
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৪
অজানা পথিক লিখেছেন : আল্লাহ আপনার কলমকে আর ও শানিত করুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File