কেন মোবাইল এক্সরে করা হয়????
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৫:১০ দুপুর
অনেক সময় কোন গুরুত্বপূর্ণ স্থাপনায় ঢুকতে গেলে আমাদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয় বা মেটাল ডিটেক্টরের গেট দিয়ে পার হতে হয়। আর আমাদের সাথে থাকা ব্যাগ দিতে হয় এক্স- রে মেশিনের ভিতর দিয়ে। কম্পিউটার কেনার জন্য IDB ভবনে গেলেই এই অত্যাচারের শিকার হতে হয়। আর বেশি উদাহারন নাই বা দিলাম। এই পর্যন্ত ঠিক আছে।
আমাদের মোবাইল ফোনটা আমাদের সাথে মেটাল ডিটেক্টর গেট দিয়ে না দিয়ে আলাদা ভাবে এক্সরে করা হয়। কিন্তু কেন????
২০০০ সালে ইউরোপে সন্ত্রাসীরা বানিয়ে ফেলে ২০ ক্যালিবারের ১ ভয়াবহ পিস্তল। যেটা দেখতে হুবহুব মোবাইল ফোনের মত। শুধু ওজনটা ১টু বেশি। উপরের দিকে ৪টি ছিদ্র থাকে। এই মোবাইল পিস্তল দিয়ে আক্রমন করা হয় ইউরোপের কয়েক জায়গায়। আর যায় কোথায়!!!! তখন থেকেই সব মোবাইল ফোনকে আলাদা ভাবে এক্সরে করা হয় সব গেটে। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি মোবাইল ফোন এক্সরে করতে অস্বীকৃতি জানান এবং নিরাপত্তা কর্মীদের সাথে তর্ক শুরু করেন। তারপর উত্তেজিত অবস্থায় আপনার মোবাইলে হাত দেওয়ার চেষ্টা করেন। আশা করা যায় আপনি দেখবেন নিরাপত্তা কর্মীরা আপনার দিকে আগ্নেও অস্র তাক করে আছে। গুলিও খেতে পারেন। বাংলাদেশে মিস গেলেও আমেরিকাতে বা ইউরোপে নিশ্চিত তাক করবে বা গুলি করবে। ভাবতাছি ১ দিন আমেরিকান দূতাবাসে যাইয়া আমার nokia নিরিহ মোবাইলটা নিয়া এই মহান কাজের মহড়া দিমু। ভাই গুলি খাইয়া মারা গেলে আমার জন্য দোয়া করিস ............
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর তারা আপনার জন্য তাদের মূল্যবান গুলি ছুঁড়ে আপনাকে লাইম লাইটে আনবে না । কুকুর দিয়ে আপনাকে সাইজ করবে ।
মন্তব্য করতে লগইন করুন