নোয়াখালীর গর্বের বিষয়
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৬ আগস্ট, ২০১৪, ০৮:২১:২৭ সকাল
আমাদের এলাকার মানুষের এমন কিছু গুণ আছে বা গর্ব করার জিনিস আছে যা অন্য জেলার মানুষের নাই............।।
১.আমাদের ৩টা ড্রিস্টিক হচ্ছে রয়্যাল ড্রিস্টিক। আমাদের অভিজাত্য বুঝা যায় আমাদের বাজার গুলাতে গেলে।আমাদের ছোট খাট বাজারও অনেক অঞ্চলের জেলা শহরের চেয়ে ভাল।
২. আমরা অনেক আগ থেকেই ফেরীর বদলে ব্রিজ ব্যাবহার করি।
৩.আমরাই সে জাতি যারা অভিজাত রক্তের বিশুদ্ধতায় বিশ্বাস করি, আর তাই আমরা অন্য জেলাই মেয়ে কম বিয়ে দি বা ছেলে কম বিয়ে করাই।
৪. আমরাই আত্মীয় স্বজনদের সব জেলার চেয়ে বেশি ভালোবাসি।
৫.আমাদের এলাকা থেকে ইংরেজরা ১টা বর্ণ নিয়ে ব্যাবহার করে। সেটা হচ্ছে" আই"। যদিও আমরা একটু ভিন্ন ভাবে বলি অ্যাঁই!!
৬. আমরাই সবচেয়ে বেশি iphone ব্যাবহার করি। সব নোয়াখাইল্লাকেই জিজ্ঞেস করলে বলবে" অ্যাঁই ফোন ব্যাবহার করি"
৭.আমরা ঘর থেকে বের হওয়ার সময় ইংরেজিতে মাকে বলি" মা অ্যাঁই গো" মানে মা আমি যাচ্ছি!!!!!
আর শেষ কথা তো সবাই জানেন
৮. সব জেলার মানুষ পানি খায় আর আমরা খাই মধু..................মানে হানি
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সকল নোয়াইল্লার গো স্যালুট দিলাম
মন্তব্য করতে লগইন করুন