নোয়াখালী অঞ্চলের মজার গান
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৫ আগস্ট, ২০১৪, ০৬:৪৫:৫৯ সন্ধ্যা
আমাদের নোয়াখালী অঞ্চলের এই মজার গানটি কি আপনি শুনেছেন????
আশা করি গানের কথোপকথনের মত সবার জিবনেই কোন না কোন সময় হয়েছে।
আমার অন্য জেলার বন্ধুরা তোমরা গানটার কোন কোন শব্দ বুঝনা। দেখতো...............
গানটির লেখক মোহাম্মদ হাশেম ।
রিকশাওলা উছকায় চালা ইস্টিসন জায়াম......।
হেক্কর-ডেক্কর চালাই গেলে গাড়ি হেল করিয়াম।
রিকশাওলা উছকায় চালা ইস্টিসন জায়াম......।
নটার গাড়ি কটায় ছাড়ে কইতি হারবিনি???
ঐ তো লাগে জিকজিক করি রেল আইয়েনি???
আরএক্কানা জোরে চালা চা খাবাইয়াম।
রিকশাওলা উছকায় চালা ইস্টিসন জায়াম......।
সাইকেল চলে কলে বলে রিকশা মাঞ্জার বলে,
লেডিস লইলে তোগো রিকশা টেক্সির আগে চলে।
অ্যাঁর লেডিস কুনদিন ঐ বো ক্যামনে রে কইয়াম???
রিকশাওলা উছকায় চালা ইস্টিসন জায়াম......।
দেয় যদি হেল করি অ্যাঁই চাকরি থাকতোন,
সাব ইজ্ঞার মেজাজ কড়া কিচ্ছু হুইনতোন ।
গাড়ি দরাই দিলে তোরে বখশিশও দিয়াম।
রিকশাওলা উছকায় চালা ইস্টিসন জায়াম......।
https://www.youtube.com/watch?v=PTbpoW6emQk
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন