তসবি.।.।.।.।.।.।.।.।.।।।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৪ জুলাই, ২০১৪, ০৮:৫১:২৩ রাত
আমাদের দেশে তসবি নামক ১টা জিনিসের খুব চল দেখা যায়। সাধারণত জিকির গুনে রাখার জন্য এটা ব্যাবহার করা হয়। অনেক বৃদ্ধের হাতে সারাদিন তসবি থাকে।
মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদ(সঃ) কখনো তসবি নামক এই জিনিস ব্যাবহার করেন নি। বরং হাদিসে এসেছে ইউসাইরা বিনতু ইয়সির (রা:, একজন মহিলা সাহাবী) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা বলেছেন: হে নারী সম্প্রদায়! তোমরা আঙ্গুলে গিঁটে গুণে গুণে তাসবীহ পাঠ করো। কারণ কেয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং তারা স্বাক্ষ্য দিবে।
এছাড়া রাসুলুল্লাহ (সা নিজে ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে তাসবীহ পাঠ করতেন।
তিরমিযী ৩৪৮৭,৩৫৮৩ আবু দাউদ ৪০১। অতএব মনে রাখবেন রাসুলুল্লাহ (সা নিজে ডান হাতের আঙ্গুলগুলো দিয় তাসবীহ গুনতেন, আমাদেরকেও সেটা করতে বলেছেন ।হাতের আঙ্গুলগুলো দিয়ে তাসবীহ গুনলে কেয়ামতের দিন সেইগুলো স্বাক্ষী দিবে। হাতের গিঁটে গুণাই সুন্নত।
তাইলে এই তসবি আসলো কোথায় থেকে???? এটা আনা হয়েছে ক্যাথেলিক খ্রিস্টানদের এবং হিন্দুদের জপমালার থেকে অর্থাৎ তাদের জপমালার অনুকরণে আমাদের এই তসবি। তাই আমাদের উচিত খ্রিস্টানদের এবং হিন্দুদের এই তসবি ব্যাবহার বাদ দিয়ে নবি(সঃ) এর মত আঙ্গুলের গিট গণনা করা।
আল্লাহ আমাদের নবির দেখানো পথে চলার তৌফীক দান করুক । আমিন
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন