একটি প্রস্তাব............ ভেবে দেখবেন.................................
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৬ জুন, ২০১৪, ১১:১৪:২২ রাত
২টা জিনিস মানুষকে ভাল ভাবে চিন্তা করতে দেয়না।
১. শিক্ষার অভাব
২.খাদ্যের অভাব।
বাংলাদেশে শিক্ষার হার ৫৩%। অর্থাৎ ৪৭% মানুষ মূর্খ যারা খুব বেশি চিন্তা করতে পারেনা। আর বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ গরিব। যাদের চিন্তার ১ বিশাল অংশ ব্যয় হয় খাবার জোগার করার চিন্তাই। গরিব এবং মূর্খ হওয়ার কারনে এই প্রায় অর্ধেক জনগোষ্ঠীর কাছে গণতন্ত্র মানে ভোট দেওয়া। সে ভোট আবার গরিব হওয়ার কারনে তারা ১০০-৫০০ টাকায় বিক্রি করে ফেলে কারন তাদের দরকার চাল, কে ক্ষমতায় আসলো বা গেলো এটা তাদের তেমন চিন্তার বিষয় নয়।
অন্যদিকে আবার মূর্খরা নিজেদের নিয়েই ভাল করে ভাবতে পারেনা দেশের নেতা নিয়ে তো ভাবা দূরের কথা। তাই আমার মতে দেশের নেতা নির্বাচনের ক্ষমতা দেওয়া হোক শুধু শিক্ষিত আর সচ্ছল মানুষদের। গরিব আর মূর্খরা আগে তাদের নিয়ে চিন্তা করুক, তাদের উন্নতি হলে তারপর দেশ নিয়ে ভাবুক। দেখুন ভোটের সময় খারাপ মানুষও এই জনসংখ্যার অর্ধেক বোকা মানুষদের টাকা বা অন্য কোন ভাবে কিনে নিয়ে ভোটে জিতে যায় । বিফলে যায় দেশ নিয়ে চিন্তা করা সচেতন মানুষদের চিন্তা। তাই আমার মতে এই গরিব আর মূর্খ শ্রেনির মানুষের ভোট দেওয়া বন্ধ করা হোক। তাইলে দেশের মোজ্ঞল তাদেরও মোজ্ঞল। তাহলেই দেশের পরিবর্তন আসবে ।
( কারো মনে কষ্ট দেওয়ার জন্য লেখা না। সামগ্রিক চিন্তা করে লিখা। আমার অনেক কাছের আত্মীয় আছে মূর্খ আর গরিব। আমি কাউকে ছোট করতে চাইনা। আর গরিব এবং মূর্খ শব্দ ২টা অপমান জনক ভাবে ব্যাবহার করি নাই অনেক সময় শব্দ গুলো শ্রদ্ধার )
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্রষ্টা তার শাসন পদ্ধতিতে যোগ্যতা, সততা ইত্যাদি গুনাবলীর পাশাপাশি - তার সেরা চাকর-বাকরদের মানুষ ও জীব শাসন করার ক্ষমতা দিত।
কিন্তু শয়তান তার শাসন পদ্ধতিতে সেরা প্রতারক, সেরা ছলনাময়ী, সেরা মিথ্যুক, সেরা নির্যাতক ইত্যাদি গুনাবলী সম্পন্ন মানুষকে শাসন করার অধিকার দেয়। স্বভাবতঃ সেরা প্রতারক, ছলনাময়ী, মিথ্যুক ইত্যাদি প্রমান করার জন্য একজনের বেশী ভোট দরকার।
আপনি যে ক্লাস্টারকে ভোট দেবার সুযোগ রাখতে চান - তাদেরকে তো শাসক হতে ইচ্ছুক ব্যক্তিবর্গ প্রতারিত করতে পারবে না, মিথ্যা বলে ভুলাতে পারবে না - তাহলে আপনার প্রস্তাব সারা দেশবাসী চাইলেও - শয়তান এ্যালাও করবে কেন?
ধন্যবাদ গঠনমূলক চিন্তাভাবনা করার জন্য এবং পাঠকের সাথে শেয়ার করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন