পৃথিবীর সর্বকালের সেরা সেলিব্রেটি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৫ জুন, ২০১৪, ০৬:৫৯:৪৪ সন্ধ্যা

ভেবে দেখলাম পৃথিবীর সর্বকালের সেরা সেলিব্রেটি হচ্ছে মোহাম্মদ(সঃ)। আমরা সালমান খান, নেইমার বা মেসির স্টাইল হয়তো বেশি হইলে ৫ বছর পর্যন্ত ফলো করবো( হয়তো আরো অনেক কম)। তারপর আর না।

কিন্তু দেখেন মোহাম্মদ(সঃ) হচ্ছে এমন ১ জন সেলেব্রেটি জিনি মারা গেছেন ১৪০০ বছর আগে। কিন্তু এখনো মানুষ শ্রদ্ধার সাথে তাকে ফলো করে। তার মত করে চুল কাটে, দাড়ি রাখে বা জামা- কাপড় পরে। এমন শ্রদ্ধার সাথে কোন সেলেব্রেটির ফলোয়ারেরা সেলিব্রেটি মারা যাওয়ার এত বছর পরেও স্মরণ বা ফলো করে বলে আমার জানা নাই...........................।

বিষয়: বিবিধ

১৪৩৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238843
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক বলেছেন।
তিনিই একমাত্র অনুসরনযোগ্য মানুষ।
238848
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
চিরবিদ্রোহী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
238850
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
ভিশু লিখেছেন : Of course, definitely, no doubt in it. And we're proud to be a follower of that ever-Great personality (peace be upon Him) indeed... Loser Praying Angel Good Luck Rose
238854
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সালমান খান আর মেসির সাথে নবীর (সা) তুলনার হেতু কি?
২৫ জুন ২০১৪ রাত ০৮:৪৪
185318
আওণ রাহ'বার লিখেছেন : আমরা আশা করছি লেখক এটা পরিস্কার করবেন।
238875
২৫ জুন ২০১৪ রাত ০৮:১৯
হতভাগা লিখেছেন : সেলিব্রেটি বলতে আমরা সাধারনত বিনোদন দায়ীদেরকে বুঝি । সেটা হতে পারে শিল্প ও সংষ্কৃতির কেউ বা খেলাধুলার কেউ ।

ওবামা,হাসিনা - এরা কি সেলিব্রেটি ? নাকি রোনালদো , জে লো , ঐশ্বরিয়া এরা ?

নবী ও রাসূলরা মানুষের মধ্যে সেরা । এদেরকে সেলিব্রেটিদের কাতারে নামিয়ে আনা কি উচিত ?

এরা কি অন্যান্য কারেন্ট সেলিব্রেটিদের মত মানুষদেরকে বিনোদন দেয় , নাকি মানুষকে সতর্ক করে এবং খুশীর আগাম সংবাদ দেয় আল্লাহর আদেশ মত ?
২৫ জুন ২০১৪ রাত ০৮:৪২
185316
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ, আপনিও আমার না বলা কথাগুলোই বলে দিলেন। আমিও মন্তব্যের মাধ্যমে আপনার কথাগুলোই বলতাম। যেহেতু আপনিই বলে দিয়েছেন তাই নতুনভাবে আর মন্তব্য করছি না।
২৫ জুন ২০১৪ রাত ০৮:৪৬
185321
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহ ভাই হতভাগা।
জাজাকাল্লাহু ফিদ্দুনিয়া ওয়া আখিরাহ....
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ, আপনিও আমার না বলা কথাগুলোই বলে দিলেন।
২৬ জুন ২০১৪ রাত ১১:০৯
185698
মোহাম্মদ রিগান লিখেছেন : আমরা এখন শিখবো সেলিব্রেটি কাকে বলে" আমরা যদি ইংলিশ ডিক্সেনারিতে দেখি দেখবো যে সেলিব্রেটি কথার মানে হচ্ছে বিখ্যাত লোক" এখন আমার কথা হচ্ছে মোহাম্মদ(সঃ) কি ১ জন বিখ্যাত লোক না???????? তোমার কথার ২ অংশে আসি । আমি কেন সালমান খান, নেইমার বা মেসির সাথে তুলনা করলাম। ভাল করে খেয়াল কর এদের কিন্তু আমরা সেলিব্রেটি মনে করি। মোহাম্মদ(সঃ) কে এর আগে কেউ আমার মত সেলিব্রেটি বলছে কিনা আমি জানিনা। যেহেতু আমি শব্দতা উনার নামের সাথে ব্যাবহার করতেছি তাই আমাকে আগে বুঝাইতে হবে সেলেব্রেটি কি জিনিস। ধর, তুমি ১টা জংলী জাতির কাছে গেছো যারা সূর্যের পূজা করে। এখন তুমি যদি তাদের আল্লাহর কথা বল তখন তারা কিন্তু বুঝবেনা। তারা মনে করবে আল্লাহ হয়তো সূর্যের মত কিছু। তখন তুমি কি বলবা ?????? নিশ্চয় বলবা তোমরা যে সূর্য কে ঈশ্বর ভাব আল্লাহ তেমন ঈশ্বর নয়। দেখ তোমাদের ঈশ্বর সূর্য সব সময় থাকেনা রাতে চলে যায় কিন্তু আমার ঈশ্বর যার নাম আল্লাহ উনি সব সময় থাকেন। এবং মানুষকে দেখেন। এখন তুমি আমাকে বল এখানে আমি কি আল্লাহ্‌কে সূর্যের সাথে তুলনা করছি???? নাকি বুঝানোর জন্য ব্যাবহার করছি। আশা করি কেন সালমান খান, নেইমার বা মেসির নাম আনলাম বুঝতে পারছেনSmug .............
২৭ জুন ২০১৪ সকাল ০৯:৪৪
185748
হতভাগা লিখেছেন : ক্বুরআনের একটা সূরাতে আল্লাহ বিভিন্ন নবী যেভাবে তাদের কওমকে কিভাবে হেদায়েত করেছিলেন তা বলেন ,'' আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে মান । আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না , আমার প্রতিদান তো বিশ্ব রব আল্লাহর কাছে ।''

আপনি যে সেলিব্রেটিদের কাতারে নবীজীকে আনলেন কোন সেলিব্রেটি এরকম কাজ করেন নবীদের মত ?

নবীজীর সাথে যাদের তুলনা করলেন সেই সেলিব্রেটিরা কি মানুষের কাছ থেকে প্রতিদান চায়, না আল্লাহর কাছে ?
২৭ জুন ২০১৪ সকাল ১০:০৮
185751
মোহাম্মদ রিগান লিখেছেন : আমার কমেন্টা ভাল ভাবে পড়েন। পড়ে বুঝার চেষ্টা করেন। আমার উদাহারনে দেখেন আল্লাহ কি সূর্যের সমান??? নাউজুবিল্লা
তার পরেও বুঝানোর জন্য বলতে হবে;Winking
২৭ জুন ২০১৪ সকাল ১১:১৯
185763
হতভাগা লিখেছেন : জংলি দিয়ে যে উদাহরন দিলেন এরকম ঘটনা ইব্রাহীম (আঃ) নিয়ে বলা আছে ক্বুরআনে ।

সেখানে আল্লাহর সাথে তাদের উপাস্যদের পার্থক্য সুষ্পষ্ট ভাবে বলা হয়েছে।

নবীদের কাজই ছিল এরকম - মানুষকে হেদায়েত এবং আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করা । এজন্য তারা মানুষের কাছে কোন প্রতিদান চাইতো না , তাদের প্রতিদান ছিল আল্লাহর কাছে ।

নেইমার মেসি ক্লাবে খেলে টাকা পায় , মানুষ এদের খেলা দেখে অনুপ্রানিত হয় । জে লো , পিট বুলও গান গেয়ে টাকা পায় , মানুষ এদের গানে মজা পায় এদেরকে আদর্শ মানে ।

কিন্তু যে বেসিক পার্থক্য এদেরকে নবীদের থেকে আলাদা করে তা হল -

'' আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে মান । আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না , আমার প্রতিদান তো বিশ্ব রব আল্লাহর কাছে ।''

আর এই পার্থক্যটাই নবীদেরকে সেলিব্রেটিদের থেকে অনেক অনেক উপরে নিয়ে যায় যেখানে সেলিব্রেটি আখ্যা তাদের জন্য অসন্মানজনক ।

সেলিব্রেটিরা কি মানুষের কাছে প্রতিদান চায় , না কি আল্লাহর কাছে - আবারও প্রশ্ন রাখলাম ।

সেলিব্রেটির সংজ্ঞা দেন এবং তাদের বেসিক কিছু বৈশিষ্ঠ্য দেন উদাহরনসহ.
২৭ জুন ২০১৪ দুপুর ১২:৩৬
185773
মোহাম্মদ রিগান লিখেছেন : আমরা এখন শিখবো সেলিব্রেটি কাকে বলে" আমরা যদি ইংলিশ ডিক্সেনারিতে দেখি দেখবো যে সেলিব্রেটি কথার মানে হচ্ছে বিখ্যাত লোক" এখন আমার কথা হচ্ছে মোহাম্মদ(সঃ) কি ১ জন বিখ্যাত লোক না????????Crying
238902
২৫ জুন ২০১৪ রাত ০৯:০৪
সজল আহমেদ লিখেছেন : তিনি চিরকালই মুসলিমদের সেলিব্রেটি হয়ে থাকবেন।
238938
২৫ জুন ২০১৪ রাত ১০:৪২
সন্ধাতারা লিখেছেন : You are absolutely right. There is nobody in the world like him. He is the one and will be the one...
239334
২৭ জুন ২০১৪ সকাল ১১:৫৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মুহাম্মাদ(সা) পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ। কিয়ামত পর্যন্তও তাই থাকবেন।
২৭ জুন ২০১৪ দুপুর ১২:৩৯
185775
মোহাম্মদ রিগান লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File