বলুন তো এটা কি বিদআত নাকি আমল???????

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২২ জুন, ২০১৪, ০৭:৫৬:২০ সন্ধ্যা

আমাদের গ্রামে প্রত্যেক রমজানে মৃত মানুষের আত্মার শান্তির জন্য বা সওয়াবের জন্য এলাকার মানুষকে ইফতার করানো হয় এবং রাতের খাবার খাওয়ানো হয়। এই নিয়ম অনেক দিন থেকেই চলে আসছে। এটা কি ইসলামে জায়েজ????

আমি জানিনা। যদি জায়েজ হয় বা যদি না জায়েজ হয়, কারণটা হাদিস কোরআন অনুসারে দিলে ভাল হত। দয়া করে সবাই একটু সাহায্য করেন.।.।.।.।.।.।।

বিষয়: বিবিধ

১৪৩০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237642
২২ জুন ২০১৪ রাত ০৮:১৯
ফেরারী মন লিখেছেন : আমি ইসলামিক স্কলার নই তাই কিছু বলতে পারছি না।
237649
২২ জুন ২০১৪ রাত ০৮:২৫
চিরবিদ্রোহী লিখেছেন : মৃত মানুষের মাগফিরাতের উদ্দেশ্যে ইফতার ইত্যাদি খাওয়ানে অবশ্যই ভালো। কিন্তু আপনার কথায় যতদূর বুঝতে পারলাম, বিষয়টা ঐ এলাকায় রসম (ট্রেডিশন)-এ পরিণত হয়েছে। সূতরাং, বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে শুধুমাত্র ঐ এলাকার জন্য এটাকে সাময়িক নিষিদ্ধ বলা যেতে পারে। বাকি আল্লাহই ভালো জানেন।
237661
২২ জুন ২০১৪ রাত ০৯:০৪
শাহ আলম বাদশা লিখেছেন : নবী বলেছেন-কুল্লি বিদাতুন দালালাহ-মানে সব বিদাত বা ইসলামের নামে নতুনত্বই গোমরাহী।

আসলে বিদাত হচ্ছে- ইসলামের নামে বা আল্লাহ-রসুলের বিধান মনে করে মানুষ যা পালন করে কিন্তু আল্লাহ-রসুলের বিধানে তা করার নির্দেশ নেই; এমনকি সাহাবারাও তা ইসলামের নামে করেননি।

যেমন-নামাজের পর মুনাজাত রসুল-সাহাবারা কেউই করেননি যা আমরা নামাজের অংশ ভেবে করি--এটা বিদাত। মাগ্রিবের নামাজ চার রাকাত ছোয়াবের আশায় পড়া বিদআত।

কিন্তু হালাল খাদ্য খাওয়া ফরজ হওয়ায় নবীর দেশের খেজুরই খেতে হব, এটা মনে করা এবং মানা বিদাত। কিন্তু হালাল ভাত-রুটি যা নবী-সাহাবারা খাননি, তা খাওয়া বিদাত নয়।

বিদাত ইসলামের বা আল্লাহ-রসুলের প্রতিপক্ষ কিন্তু এর বাইরে যা করা শরিয়তের বিরোধী নয়, তা বিদাত নত নয়।

২২ জুন ২০১৪ রাত ০৯:০৬
184194
শাহ আলম বাদশা লিখেছেন : তবে আপনার এলাকার রসম না করলে পাপ হবে বা এটা ইসলামের বিধান হিসেবে করতেই হবে--এমন ভেবে করলে তা বিদআত এবং হারাম হবে।
২২ জুন ২০১৪ রাত ০৯:০৮
184196
শাহ আলম বাদশা লিখেছেন : তবে আপনার এলাকার রসম না করলে পাপ হবে বা এটা ইসলামের বিধান হিসেবে করতেই হবে--এমন ভেবে করলে তা বিদআত এবং হারাম হবে।

সরি, হাদিসটার উচ্চারণ এমন-নবী বলেছেন-কুল্লু বিদাতিন দালালাহ
237685
২২ জুন ২০১৪ রাত ১১:৪০
বড়মামা লিখেছেন : মৃত মানুষ তিন দিকথেকে উপকার পায় ১।নেক সন্তানের দোয়া ২।ছদকায়ে জারিয়া ৩।দ্বীনি এলম শিক্ষা দেত্তয়া। ।এছাড়া মান্নত করা,ওমরা করা ,রোজা রাখা , দান খয়রাত করা সবই নিজের জন্য হবে।
২৩ জুন ২০১৪ রাত ১২:২৪
184251
মোহাম্মদ রিগান লিখেছেন : যদি ছেলেরা খাওয়ায়। মানে ছেলেদের কাছে তো বাপের সম্পত্তি থাকে। তাইলে সেটা কি বাপের নামে হবে। বাপ মারা যাওয়ার পরHappy
২৩ জুন ২০১৪ রাত ১২:৪৮
184281
বড়মামা লিখেছেন : বাপ মারা যাওয়ার পর{অছিয়তকরা সম্পতি ছাড়া}কোন সম্পতদেই মালিক মৃত মানুষ থাকেনা কুটি টাকার সম্পদও মৃত মানুষের কোনই কাজে আসবেনা ।ভালো ভাবে যানতে হলে নিজে কিছু হাদিস,কোরান পড়ুন।
237718
২৩ জুন ২০১৪ রাত ০২:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষকে ইফতার করানতে কোন সমস্যা আছেন বলে মনে হয়না। তবে সওয়াব টা কার জন্য সেটা ভুল হতে পারে। আপনারা পুর্বপুরুষদের জন্য দোয়া করতে পারেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File