বলুন তো এটা কি বিদআত নাকি আমল???????
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২২ জুন, ২০১৪, ০৭:৫৬:২০ সন্ধ্যা
আমাদের গ্রামে প্রত্যেক রমজানে মৃত মানুষের আত্মার শান্তির জন্য বা সওয়াবের জন্য এলাকার মানুষকে ইফতার করানো হয় এবং রাতের খাবার খাওয়ানো হয়। এই নিয়ম অনেক দিন থেকেই চলে আসছে। এটা কি ইসলামে জায়েজ????
আমি জানিনা। যদি জায়েজ হয় বা যদি না জায়েজ হয়, কারণটা হাদিস কোরআন অনুসারে দিলে ভাল হত। দয়া করে সবাই একটু সাহায্য করেন.।.।.।.।.।.।।
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে বিদাত হচ্ছে- ইসলামের নামে বা আল্লাহ-রসুলের বিধান মনে করে মানুষ যা পালন করে কিন্তু আল্লাহ-রসুলের বিধানে তা করার নির্দেশ নেই; এমনকি সাহাবারাও তা ইসলামের নামে করেননি।
যেমন-নামাজের পর মুনাজাত রসুল-সাহাবারা কেউই করেননি যা আমরা নামাজের অংশ ভেবে করি--এটা বিদাত। মাগ্রিবের নামাজ চার রাকাত ছোয়াবের আশায় পড়া বিদআত।
কিন্তু হালাল খাদ্য খাওয়া ফরজ হওয়ায় নবীর দেশের খেজুরই খেতে হব, এটা মনে করা এবং মানা বিদাত। কিন্তু হালাল ভাত-রুটি যা নবী-সাহাবারা খাননি, তা খাওয়া বিদাত নয়।
বিদাত ইসলামের বা আল্লাহ-রসুলের প্রতিপক্ষ কিন্তু এর বাইরে যা করা শরিয়তের বিরোধী নয়, তা বিদাত নত নয়।
সরি, হাদিসটার উচ্চারণ এমন-নবী বলেছেন-কুল্লু বিদাতিন দালালাহ
মন্তব্য করতে লগইন করুন