আমার ছোটবেলার শবে বরাত.....................
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৪ জুন, ২০১৪, ০২:৪৬:২০ দুপুর
অনেক বছর গ্রামে শবে বরাত পালন করা হয়না। আমরা যখন ছোট ছিলাম তখন শবে বরাত বিশাল আয়োজনে পালন করা হত। উৎসব উৎসব ভাব লেগে থাকতো শবে বরাতে।আমরা ছোটরা শবে বরাতের কয়েক দিন আগ থেকেই টাকা জমানো শুরু করতাম।
শবে বরাতের দিন মাটির ব্যাংক ভেঙ্গে বা বাঁশের ভিতর থেকে বের করতাম জমানো টাকা । প্রত্যেক ঘরে শবে বরাতের দিন সকাল থেকেই চলতো নানা আয়োজন। বিকাল পার হয়ে সন্ধ্যা হলেই শুরু হত মূল আয়োজনের । আমাদের গ্রামের বাড়িটা বিশাল বড়। প্রায় ৪০টা ঘর। প্রত্যেক ঘরের সবাই প্রস্তুত থাকতো মিলাদ পড়ানোর জন্য। কেউ সিন্নি করতো আবার কেউ বিস্কিট দিয়ে মিলাদ পড়াত। আমাদের অঞ্চলে প্রায় প্রত্যেক বাড়ির সামনে ১টা খোলা জায়গা থাকে। যাকে আমরা গাডা বা দরজা বলি। আমাদের বাড়ির দরজায় সবাই মিলে সন্ধায় মিলাদ পড়াতো । আমাদের ছোটদের আনন্দ দেখে কে!!!!!
মিলাদের তবারকের জন্য চলতো প্রতিযোগিতা। বড়দের বা হুজুরদের সারিতে বসার চেষ্টা করতাম যেন জিলাপি, বিস্কিট বা সিন্নি বেশি পাই। সিন্নির জন্য বাসা থেকে থাল বা প্লেট নিয়ে যাওয়া হত। তারো আগে কলা পাতায় দেওয়া হত সিন্নি। আমরা মুসলিমরা খেতাম কলা পাতার উল্টা পিঠে কারন বাপদা পিঠে নাকি হিঁদুরা খায়। মিলাদের তবারক হুজুরদের আগে দেওয়া হত। যে তবারক ভাগ করতো সে লোক মাঝেমাঝে তার ছেলে মেয়েদের বা নাতি- নাতনীদের বেশি দিতো। এটা নিয়ে আমাদের ছোটদের সমাজে অনেক কানাকানি চলতো। বাড়িতে মিলাদ শেষ করে সবাই ছুটতাম মসজিদে। তারপর নামাজের ফাঁকেফাঁকে চলতো বন্ধুদের সাথে দুষ্টামি।
মাঝে মাঝে অনেক দূরের মসজিদে দল বেঁধে সবাই নামাজ পড়ে আসতাম। ভোররাতে যখন বাড়ি ফিরতাম তখন দেখতাম মা জায়নামাজে বসে কোরান আবৃত্তি করছে বা নামাজ পড়ছে। এখন শবে বরাত আসে কিন্তু আগের সে ভাব নিয়ে নয়....................................
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ টাকা পাইতেন কৈ ?
''শবে বরাতের দিন মাটির ব্যাংক ভেঙ্গে বা বাঁশের ভিতর থেকে বের করতাম জমানো টাকা ।''
০ কি করতেন টাকা গুলি দিয়া ?
মন্তব্য করতে লগইন করুন