"যুদ্ধ শিশু" সিনেমার আড়ালে ষড়যন্ত্র!!!!!!!!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১০ জুন, ২০১৪, ১২:১৫:৪৩ দুপুর

যুদ্ধ শিশু বা WAR CHILD কিছুদিন আগে মুক্তি পাওয়া ১টা ছবি।

মূলত কলকাতার ছবি হলেও তৈরি করা হয়েছে আমাদের স্বাধীনতার উপর ভর করে। অনেকেই বলবেন তো কি হয়েছে???? ভাল ১টা জিনিসই তো করেছে!!!!! যদি আপনি এমন ভাবেন তা হলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করেন। আমাদের স্বাধীনতার প্রতি ভারতের কোন মায়া নাই। তাদের মূল টার্গেট তাদের ছবি আমাদের দেশের হলে ঢুকানো।

প্রায় বছর খানেক আগে তারা "জোশ, বুঝেনা সে বুঝেনা" টাইপের কয়েকটি মুভি বাংলাদেশের হলে চালানোর চেষ্টা করেছে। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ ইচ্ছায় আর অনিচ্ছায় হোক হলে গিয়ে ইন্ডিয়ান এইসব ছবি দেখেনি। তাই তারা নতুন পরিকল্পনা হাতে নিয়েছে।তারা গবেষণা করে দেখেছে আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে আমাদের স্বাধীনতা । তারা এখন আমাদের ভালোবাসার স্বাধীনতার কাহিনি নিয়ে সিনেমা বানিয়ে দেখাচ্ছে ,"দেখ, হলে এসে দেখ আমারা তোমাদের স্বাধীনতা নিয়ে কি সুন্দর মুভি বানিয়েছি।"

যখনি ১ বার মানুষ কলকাতার ছবির জন্য হল মুখি হবে, তখন তারা ফিরে যাবে তাদের তামিল নকল ছবি গুলোতে । আমাদের স্বাধীনতার কথা তারা ভুলে যাবে। কি সুন্দর পরিকল্পনা!!!!

এখন দেখার বিষয় আমাদের বাংলাদেশীরা কি করে!!!!! এমনেতেই আমাদের চলচিত্রের অবস্থা ভাল নয় । সরকারি বা বেসরকারি কোন উদ্যোগ নেই। সে দুর্বল চলচিত্রকে যদি ইন্ডিয়ান চলচিত্রের মত পাগলা হাতির সাথে প্রতিযোগিতা করতে হয় তাহলে তা টিকবে???? উত্তর না।

ভারতের এইসব পরিকল্পনার কারনেই আমি হিন্দি ভাষা , রবীন্দ্রনাথ বা হিন্দি সিরিয়ালের বিরোধিতা করি। অনেকেই হয়তো আমাকে পাগলের কাছাকাছি মনে করে। করুক!! আমি আমার দেশকে ভালবাসবোই । আমার হাতে যদি ১টা আঙ্গুলও থাকে আমি সে ১টা আঙ্গুল দিয়ে হলেও ভারতের এইসব পরিকল্পনার বিরুদ্ধে লিখে যাবো। কেউ থাকুক আর নাইবা থাকুক...............।।

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233235
১০ জুন ২০১৪ দুপুর ০১:১৮
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : ইরানী ছবি আর পাকি কবি আল্যামা ইক'বালের কবিতায় স্বাধীন বাংলাদেশ সয়লাব হয়ে যাক। আমিন।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
180006
মোহাম্মদ রিগান লিখেছেন : ভাই কি ভারতের দালাল নাকি?????Rolling on the Floor
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
180007
মোহাম্মদ রিগান লিখেছেন : ভাই কি ভারতের দালাল নাকি?????Rolling on the Floor
233248
১০ জুন ২০১৪ দুপুর ০১:৫৮
আহ জীবন লিখেছেন : মুভিটার ভিতরের কাহিনির সমালোচনা করলে আরও ভাল লাগত।
233252
১০ জুন ২০১৪ দুপুর ০২:১৪
হতভাগা লিখেছেন : ''আমি আমার দেশকে ভালবাসবোই ।''

০ শাহরুখের কনসার্ট ২৫,০০০/= টাকায় দেখা যায় , টি২০ এর কনসার্ট ৭৫,০০০/= দেখা যায় - তখন এই ভালোবাসাবাসি ছিল কোথায় ? হাতেই বা কয়টা আঙ্গুল ছিল তখন ?
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
180008
মোহাম্মদ রিগান লিখেছেন : শারুখের কনসার্ট ভারতের দালালরা দেখে। আমরা নয় Crying
233295
১০ জুন ২০১৪ বিকাল ০৪:০৯
সালাম বাংলাদেশ লিখেছেন : সবই ব্যবসা , আপনি ঠিকই বুঝেছেন, কিন্তু যারা বোঝার তারা না বুঝলে লাভ কি? তবে সত্য কথা হচ্ছে, বাংগালির টাকার বড় অভাব ইন্টারনেটের যুগে মূলধারার দর্শক সব নেট থেকে হলিউডের মুভি নামিয়ে দেখে তাই এ ছবি চালানো কষ্টকর হবে।
233304
১০ জুন ২০১৪ বিকাল ০৪:৪৫
ইবনে আহমাদ লিখেছেন : নতুন ফন্দি নয়। বরং তাদের সেবাদাস একজন হলেন সাংস্কৃতিক মন্ত্রী। বাকের ভাই এগুলোতে কোন মাইন্ড করেন না। বুঝলেন।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
180009
মোহাম্মদ রিগান লিখেছেন : কথা সত্য Happy>-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File