ভাল লাগার কবিতা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৩ জুন, ২০১৪, ১২:২৯:২২ রাত

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর কবিতা।

এই কবিতাটি ১ সময় সালমান শাহের ছবির জনপ্রিয় গান ছিলো। অনেকেই গানটি শুনেছেন। এবার আসল কবিতাটি পড়ে দেখেন। আশা করি ভাল লাগবে...............।।

"আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে – "

*************************************************

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,

আছো তুমি হৃদয় জুড়ে।

ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।

তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।

পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম।

তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে।

ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।

দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে।

আমার ভিতরে বাহিরে...

বিষয়: বিবিধ

১৬৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File