বাংলাদেশের ঋতু বৈচিত্র্য

লিখেছেন লিখেছেন আমির হোসেন ২১ আগস্ট, ২০১৪, ১২:৩০:২৪ দুপুর

বাংলাদেশের ঘরে ঘরে

প্রতি বার মাসে,

ছয়টি ঋতু দু’মাস করে

বছর ঘুরে আসে।

গ্রীষ্মকালে গরম পড়ে

প্রকৃতি হয় আগুন,

গাছে গাছে ফল পাকে

খেতে লাগে দারুন।

বর্ষা আসে বৃষ্টি নিয়ে

আকাশ ঝরা কান্না,

বাংলার বধুরা ঘরে বসে

করে সুস্বাদু রান্না।

শরৎকালে কাশফুল ফুটে

দেখা মিলে বনে,

নীলাকাশ দেখে

দোলা লাগে প্রাণে।

হেমন্তে নতুন ধান

আসে কৃষকের ঘরে,

কৃষাণ বধূদের মন

আনন্দে যায় ভরে।

কোয়াশা মোড়ানো শীতে

কাঁচা খেজুর রসে,

রসের পিঠা খেতে মজা

সকালের রোদে বসে।

ঋতুর রাজা বসন্ত আসে

শীতের আভা ইতি টেনে,

সকাল বেলায় ঘুম ভাঙ্গে

কোকিলের মধুর গানে।

ছয়টি ঋতুর সমরোহ

আসে আপন বেশে

প্রকৃতির এই খেলা,

আছে শুধু বাংলাদেশে।

২০/০৮/২০১৪ খ্রিষ্টাব্দ

বিষয়: সাহিত্য

১২০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256706
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪১
এনামুল হক এনাম লিখেছেন : চমৎকার ! শুভেচ্ছা থাকলো ।
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:১২
200694
আমির হোসেন লিখেছেন : ধন্যবাদ এনাম ভাই।
256795
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
২২ আগস্ট ২০১৪ সকাল ১১:১২
200695
আমির হোসেন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সন্ধাতারা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File