গল্প: চোর

লিখেছেন লিখেছেন আমির হোসেন ১৭ জুন, ২০১৪, ০৯:৪৪:৪২ রাত



রবিন ছোট এক কম্পিউটার ব্যবসায়ী। নরসিংদী সরকারি কলেজের পিছনে একটি দোকান ভাড়া নিয়ে কম্পিউটারের টাইপের কাজ করে। দিনে দুই তিনশত টাকার কাজ করে। এ থেকে দোকান খরচ বাদে যা আয় হয় তা দিয়ে কোন মতে তার সংসার পরিচালনা করেন। তার সংসারে স্ত্রী, এক কন্যা ও এক ছেলে আছে। তাদেরকে নিয়ে সে ব্রাহ্মন্দীতে বাসা ভাড়া করে থাকে।

আজ সকাল বেলা দোকান খোলার কিছুক্ষণ পর রবিন দোকান ছেড়ে বাথরুমে প্রস্রাব করতে যায়। বাথরুম থেকে এসে রবিন দেখে এক চোর তার দোকান থেকে ইন্টারনেট মডেমটি নিয়ে বের হচ্ছে। রবিনকে দেখে চোর জীবন বাঁচাতে সর্বশক্তি প্রয়োগ করে দৌঁড়ে পালাচ্ছে। রবিনও সাথে সাথে চোর… চোর… বলে চোরের পিছে দৌঁড়াচ্ছে কিন্তু রবিন আর চোরের নাগাল পেল না। চোর এক গলি থেকে অন্য গলিতে ঢুকে চলে যায়। আশে পাশের অসংখ্য দোকানদার ও রাস্তার পাশের বাড়ির ছেলে-মেয়ে, নারী-পুরুষ সবাই তাকিয়ে এ দৃশ্য দেখছে কিন্তু কেউ চোরকে ধরার জন্য এগিয়ে আসছে না। এ যেন সিনেমার কোন দৃশ্য! তখন রবিন নিরূপায় হয়ে দোকানে চলে আসে।

রচনাকাল- জুলাই-২০১৩ইং

বিষয়: সাহিত্য

১৩৭৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235992
১৭ জুন ২০১৪ রাত ১১:০০
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
১৭ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৫
190654
আমির হোসেন লিখেছেন : ধন্যবাদ
236063
১৮ জুন ২০১৪ সকাল ০৮:১৫
মনসুর লিখেছেন : কোনো মানব সমাজ যদি দীর্ঘ দিন ধরে দরিদ্র, অশিক্ষিত, যথাযথ কর্ম-সংস্থানহীন, নৈতিক অবক্ষয়-এর মধ্যে থাকে তবে সেই সমাজ ধীরে ধীরে ধংসপ্রাপ্ত হয় - জাতি পরিনত হয় হতদরিদ্র, কুশিক্ষিত, লোভী আর দুর্নীতিপ্রিয় এক অসভ্য সমাজে। বাংলাদেশেও এই প্রক্রিয়ার প্রভাব যথেষ্ট ক্রিয়াশীল। কুশিক্ষা, অনৈতিকতা, দূর্নীতির অবাধ প্রসারে সাধারণ মানুষ ভুলে গেছে তাদের কল্যানমূখী প্রকৃত সংষ্কৃতি। ফলে কুজনেরা তৈরী করছে অকল্যানমূখী অবাস্তব অপসংষ্কৃতি। কুশিক্ষা (সুশিক্ষার অভাব), অশ্লীলতার চর্চা (পর্দাহীনতা), অনৈতিক লোভ (সুদ/ ঘুষ/চুরি) আর ধর্মনিরোপেক্ষ গণতন্ত্র (নৈতিকতাহীন মূর্খের আধিক্ষ্য) মানুষকে পশুরও অধম এক অসভ্য প্রাণী বানিয়ে দেয়। সভ্য-সুন্দর মানব সভ্যতার বিনির্মানে এক আল্লাহর প্রতি বিশ্বাস, সুশিক্ষা, সৎ নৈতিকতা, সামাজিক মূল্যবোধের চর্চা বিষয়গুলি অপরিহার্য। সততার সাথে ইসলাম পালন ও চর্চা মানুষকে এই অসভ্য-অনাচার থেকে মুক্তি দিতে পারে।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
১৭ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৬
190655
আমির হোসেন লিখেছেন : সুন্দর কথা লিখছেন ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File