দাজ্জাল প্রসঙ্গ
লিখেছেন লিখেছেন খায়রুল ইসলাম ০৫ জুন, ২০১৪, ০৬:১৩:০৩ সকাল
*ইমরান ইবন হুসাইন রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. বলেছেনঃ "যে ব্যক্তি দাজ্জালের আগমন প্রসঙ্গে অবগত হবে, সে যেন তার সামনে আসা থেকে দূরে থাকে, আল্লাহর কসম! যখন কোনো ব্যক্তি তার সামনে আসবে সে ধারণা করবে যে, সে ঈমানদার ব্যক্তি, তাকে(দাজ্জালকে) যে সব ক্ষমতা দেওয়া হয়েছে তা দেখে জনগণ তার কথা মানতে আরম্ভ করবে।"(আবু দাউদ, কিতাবুল মালাহেম বাব খুরুজুদ্দাজ্জাল, ২/৩৬২৯)
***সাম'আন রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. বলেছেনঃ "যখন আল্লাহ মাসিহ ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন, তখন তিনি দামেশকের পূর্ব দিকে মসজিদে মিনারার নিকট নিজের দু'হাত দু'ফেরেশতার কাঁধে রেখে আসবেন, যখন ঈসা আ. তাঁর মাথা নাড়বেন, তখন তাঁর মাথা থেকে পানি পড়বে, যখন তিনি তাঁর মাথা উঠাবেন তখন চাঁদর মুতির ন্যায় সাদা সাদা বিন্দু তাঁর মাথায় চমকাবে, তাঁর নিঃশ্বাস যে কাফেরের দেহে পড়বে তারা মৃত্যু বরণ করবে। ঈসা আ এর নিঃশ্বাসের প্রতিক্রিয়া ততদূর পর্যন্ত থাকবে যতদূর পর্যন্ত তাঁর দৃষ্টি পড়বে। আকাশ থেকে আগমনের পর ঈসা আ. দাজ্জালকে খুঁজবেন এবং লুদ নামক স্থানে তাকে তিনি হত্যা করবেন।" (মুসলিম, কিতাবুল ফিতান ওয়া আশরাতিস্সায়া, বাব জিকর দাজ্জাল)
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন