শুধুমাত্র একটি নামই নয় একটি প্রেরণার ইতিহাস আল্লামা সাইদি
লিখেছেন লিখেছেন খায়রুল ইসলাম ০২ জুন, ২০১৪, ১২:১৬:২৬ রাত
আল্লামা সাইদি শুধুমাত্র একটি নামই নয় একটি প্রেরণার ইতিহাস, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি কে নিয়ে যদি কোন ষড়যন্ত্রের ফাঁদ তৈরি হয় তাহলে দেশ রক্তের বন্যায় ভেসে যাবে । মনে রাখা উচিত কারো বাপ আর স্বামীর মৃত্যুতে এক ফোটা রক্ত দেওয়ার মত একটাও শিয়ালের বাচ্ছা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খোজে পাওয়া যায় নাই । কিছু দ্বীন আগে সাইদি সাহেবের সাজান রায় শুনার পরে যে শতাদিক তরতাজা প্রান ঢেলে দিয়েছিলো বুকের টগবগে রক্তের বন্যা ।এরকম লক্ষ্ লক্ষ যুবক তৈরি হয়ে আছে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে ।
মনে রাখবেন ?
কারো বাবা আর স্বামীর নিসংশ হত্যা পরবর্তী একফোঁটা রক্ত দেওয়ার মত জয় বাংলার স্লগান দিয়ে এগিয়ে আসে নাই কোন স্বাধীনতার চেতনাদারি নির্ভীক সৈনিক। শিয়ালের বাচ্ছার মত সবাই গর্তে ডুব দিয়েছিলো ।আর সেই নরাধম দের দিয়ে তোমরা একটা চিরন্তন ও শাশ্বত আদর্শের মোকাবিলা করবে??
আদর্শের স্লোগান কে চির উন্নত রাখতে জীবন বিলিয়ে দিতে পারে সেই সব সাথীরা যাদের পূর্ব পুরুষদেরকে মহাগ্রন্ত আল কোরআনের ভাষায় সালেহিন সিদ্দিকীন ও শুহাদা হিসেবে অভিহিত করেছে ।
বিষয়: বিবিধ
৩০১২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন অবিভাবক দের জন্ম নিয়ে আমার সন্দেহ আছে।
আর যারা নিজের মা বোনের ইজ্জতের বিচার না চেয়ে বার বার মাওলানা সাহেব কে নির্বাচিত সাংসদ বানিয়েছিল তারা সকলেই কি দেশদ্রোহী ধর্ষক প্রতারক??
মন্তব্য করতে লগইন করুন