হতভাগ্য বিজিবির সদস্যের পাওয়া গেল গলিত লাশ

লিখেছেন লিখেছেন খায়রুল ইসলাম ০১ জুন, ২০১৪, ০৯:৩২:২০ সকাল



হতভাগ্য এই বিজিবির সদস্যের বাড়ি কুমিল্লার দ্বেবীদ্বার থানায়। বুধবার মিয়ানমারের বিজিপির এলাপাথাড়ী গুলিতে নিহত হন মিজানুর রহমান। এ সময় তার লাশটিও নিয়ে যায় তারা। এরপর থেকে দুইজন আত্মীয় তার সন্ধানে নাইক্ষ্যাংছড়ি অবস্থান করে। একাধারে অপেক্ষার পর তিন দিন ধরে মিয়ানমার কর্তৃপক্ষ লাশটি ফেরত না দিয়ে উল্টো সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। সাড়া দেয়নি বিজিবির পতাকা বৈঠকের আহ্বানেও। বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি সীমান্তে শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির পর ওই সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একদিকে কাঁটাতারে ফেলানির লাশ যার রক্ত এখনো শুকায়নি অন্য দিকে মিয়ানমারের বর্ডার গার্ড কর্তৃক মিজানুর রহমান কে হত্যা এত কিছুর পরেও বলতে হয় আমরা স্বাধীন সার্বভৌম জাতি।

এইভাবে আর কতগুল প্রান আমাদেরকে দিতে হবে? কতগুল মা কে সন্তান হারা করতে হবে ? কতগুল সন্তানকে পৃত্রী স্নেহ বঞ্চিত করলে পরে আমরা স্বাধীনতার আসল স্বাদ পাব?

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File