অল্প শোকে কাতর,অধিক শোকে পাথর।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ২৭ জুন, ২০১৫, ১১:২২:১০ রাত
যখন এলাকাতে বিদ্যুৎ ছিলনা তখন সন্ধায় কেরোসিন তেলের চেরাগ জ্বালিয়ে বাসার সকল কাজকর্ম চলত। এরপর আসলো বিদ্যুৎ। কয়েক বছর ভালই সেবা দিচ্ছিল। কিন্তু ৭-৮ মাস যাবত বাঘাইছড়িতে বিদ্যুৎ যায়না, তবে মাঝে মধ্যে আসে। কিন্তু মাস শেষে বিলের কাগজ ঠিক ঘড়ের দোর গোরায় পৌছে যায়। তদুপরি মাত্রাতিরিক্ত বিল আসছে। কোন উপায় না পেয়ে ৮ মাসের ধৈর্য ভেঙ্গে বাঘাইছড়িববাসীরা বাঘাইছড়ি বিদ্যুৎ অফিসে ঘেরাও করে সকল কর্মকর্তা কর্মচারিদের অফিসে তালাবদ্ধ করে রাখে কয়েক ঘন্টা। এর ফল স্বরুপ গত তিন দিন যাবত বাঘাইছড়িতে ২৪ ঘন্টায় বিদ্যুৎ থাকে ২০ থেকে ২৫ মিনিট। বাঘাইছড়িববাসীরা এতটাই অপ্রয়োজনীয় হয়ে পরেছে যে, সরকারি অফিসাররা পর্যন্ত অফিসের কার্যক্রম করতে পারছেনা। অথচ নাই কোন সরকারি পদক্ষেপ নাই কোন প্রতিকারের উপায়। সর্বশেষে বাঘাইছড়িবাসীরা ঝুকছে সৌর বিদ্যুৎতের দিকে। সৌরবিদ্যুৎ এখন বাঘাইছড়িববাসীর অন্ধকারের আলোর একমাত্র উপায়। অনেকে আবার অনেক কষ্ট করে বাসায় বিদ্যুৎ সংযোগ দিয়ে এখন সকাল বিকাল সরকারকে স্বরণ করছেন অশ্লীল ভাবে। এর থেকে উত্তোরণের কোন উপায় কেউ বের করতে পারবেনা জানি।
আজকে আমিও বাসায় সৌরবিদ্যৎ লাগিয়েছি। অন্তত সরকারি বিদ্যৎতের আশা বাদ দেয়া গেল।
বিষয়: বিবিধ
১৫১৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন