দেশ জ্বলছে পেট্রলবোমায়, আমরা জ্বলছি সরকারের নজরদারিতার অভাবে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:১২:১০ দুপুর

সারা দেশের মানুষ পেট্রলবোমার আতঙ্কে, বাঘাইছড়িতে রাজনৈতিক নয় ভয়াবহ আগুনের অস্থিরতা বিরাজ করছে।

কয়েক মাসের ব্যবধানে আগুনে পুরেছাই হল আলতাফ হোসাইন(অবঃ শিক্ষক)এর বসত বাড়ি,উপজেলা মসজিদ মার্কেট(১৫০টি) ও বটতলী বাজার(৩০টি) দোকান। ক্ষতির পরিমাণ ২৫ কোটির বেশি। বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি এখানে নাই কোন ফায়ার সার্ভিস,আগুন নেভানোর সরঞ্জাম। অথচ রয়েছে পৌরসভা ও উপজেলা পরিষদ। ঘটনাগুলো ঘটেছে সদর এলাকায়। চেয়্যারম্যান, মেয়র, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থদের মাঝে সামান্য আর্থিক সাহায্য দিয়ে কেটে পরে তাও আবার সাহায্যের আগে ক্যামরাম্যান থাকে। এভাবে কতদিন চলতে পারে? পৌর মেয়রের নির্বাচনি ইসতেহারে ছিল পৌর সদর এলাকাতে একটি ফায়ার সার্ভিস দিবে। নবাগত চেয়্যারম্যানেরও ছিল। কিন্তু তা শুধু ইসতেহারেই আছে বাস্তবায়নে নেই। সরকার দল, বিরুধি দলসহ প্রধান দলগুলো জেলাভিত্তিক নেতৃবৃন্দের মধ্যে অধিকাংশ বৃহত্তর বাঘাইছড়ির কিন্তু কোন উন্নয়নের ছোয়া পরেনি এই দুর্ভাগা বাঘাইছড়িবাসীর। এই আগুন মানুষের বসতবাড়ি,দোকান,প্রতিষ্ঠান ছেরে কথিত সুশিল নেতৃবৃন্দ,মেয়র,চেয়্যারম্যান,প্রশাসন ও সরকারের মনে লাগুক এটাই কামনা।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305742
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
327707
২৭ জুন ২০১৫ রাত ১১:২৫
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : ধন্যবাদ দুষ্ট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File