১০ ফেব্রুয়ারি খিরাম হত্যা দিবস।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৩৫:০৪ রাত
আজ ১০ ফেব্রুয়ারি।
১৯৯২ সালের আজকের দিনে সন্তু লারমার পোষা স্বসস্ত্র শান্তিবাহীনি ফটিকছড়ি উপজেলার
নানুপুর ইউনিয়নের
খিরাম বনকার্যালয়
দখল করে ৬ জন নিরিহ বাঙ্গালীকে নির্মমভাবে হত্যা করেছিল। যার কোন বিচার হয়নি। এছারাও পার্বত্যঞ্চলের বিভিন্ন স্থানে গণহত্যাও চালিয়েছে এই মানবতাবিরুধী শান্তি বাহীনি বা জেএসএস। এরকমই হত্যাযজ্ঞ চালিয়ে পার পেয়ে সন্তু লারমার মত দানবের পরিচয় বহন করছে। পুরষ্কার স্বরুপ পেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে আজীবন পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়্যারম্যানের দায়িত্ব। এর মাধ্যমে পরোক্ষভাবে বাংলাদেশের বাংঙ্গালীদের হেয় ও মুল্যহীন প্রতিপন্ন করা হয়েছে। এদিকে নিহতদের পরিবারকে কোন প্রকার পুনর্বাসন করাতো দুরের কথা তাদেরকে শান্তনা পর্যন্ত দেয়া হয়নি সরকারের পক্ষ থেকে।
বিষয়: বিবিধ
১২০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন