হায় সেলুকাস বাংলা, হায় সেলুকাস বাাঙ্গালী। স্বাধীন হতে গিয়ে কপাল পুড়িলি।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ০৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০১:৩৭ রাত

"গ্রামীণফোন তৃতীয় মাত্রা"

টকশো অনুষ্ঠানে ঊপস্থাপক

জিল্লুর রহমানের দুই

রাজনৈতিক দলের

সমঝোতা নিয়ে কথা হচ্ছিল।

এতে নৌ-পরিবহন

মন্ত্রী শাহজাহান খান

বলেছেন সন্ত্রাসীদের

সাথে কোন

সমঝোতা করবেনা সরকার।

জিল্লুর রহমান তখন প্রশ্ন

ছুরে বলেছিলেন সরকার

যদি পার্বত্যঞ্চলে সন্ত্রাসীদের

সাথে চুক্তি করতে পারে তবে কেন

বিএনপি জামাতের

সাথে নয়?

তখন নৌ-পরিবহন

মন্ত্রী জবাবে বলেন

উপজাতি সেটলাররা সরকারি বাহীনির

সাথে যুদ্ধ করেছিল জনগনের

সাথে নয়।

বিএনপি তো জনগনের

সাথে যুদ্ধ শুরু করেছে।

এবার আসি আমার কথায়= নৌ-

পরিবহন মন্ত্রীর কথায়

আমরা পার্বত্যবাসী অত্যান্ত

ব্যথিত। কারণ

উপজাতি সেটলাররা সরকারের

সাথে নয় পাহারের সকল

বাঙ্গালীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু

করেছিল যা আজো অব্যাহত

রয়েছে প্রতিনিয়ত

তারা বাঙ্গালীদের

হত্যা,অপহরণ,চাঁদাবাজি,

গুম ,ধর্ষণ করেই চলছে। যা সরকার

ও তার

কর্মকর্তা কর্মচারীরা চোখে দেখেনা।

নৌ-পরিবহন মন্ত্রী উত্তর দিন

"যদি সে যুদ্ধ সরকারের বিরুদ্ধ

হয়ে থাকে তবে কেন ৩৫

হাজার নিরিহ

বাঙ্গালীদের জীবণ

দিতে হলো চাকমা সেটলারদের

হাতে? সরকারি বাহীনির

অনেক

কর্মকর্তা কর্মচারীকে জীবন

দিতে হয়েছে কি শাস্তি দিয়েছেন

অপরাধীদের? " উত্তর

দিতে পারবেন? শুধু

নৌ পরিবহণ মন্ত্রী কেন?

স্বয়ং প্রধানমন্ত্রী যদি পার্বত্য

বাসীর সম্মুখিন হয় তবুও উত্তর

মিলবেনা। কারণ বঙ্গবন্ধুর

কন্যা সোনার বাংলার

শান্তি নষ্ট করে ফেলেছেন।

এর প্রায়শ্চিত্ত

করতে হচ্ছে নিরিহ পার্বত্য

বাঙ্গালীদের। আপনারা শুধু

গদি নিিয়ে যুদ্ধ করছেন ।

এদিকে বাঙ্গালীরা জীবণ

বাজি রেখে সংসার কর্ম

চালাচ্ছে।

বিষয়: বিবিধ

১২৯৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303275
০৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৮
অনেক পথ বাকি লিখেছেন : কি কইতাম এই অমানুষের বাচ্চাগোরে । ভাষা হারিয়ে ফেলেছি।
303277
০৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই হইল মন্ত্রির জ্ঞান ও দেশপ্রেম!!
303278
০৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪১
যা বলতে চাই লিখেছেন : সহমত পোষণ করছি। অনেক ধন্যবাদ। Good Luck
303556
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৭
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
303557
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৭
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File