নিরিহ বাঙ্গালীদের উপর পুলিশের লাঠিচার্জ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ২৯ ডিসেম্বর, ২০১৪, ১১:০৬:১৯ রাত

উপজাতীয়

সন্ত্রাসী কর্তৃক

নিরীহ

বাঙ্গালীর ভূমি দখল

এবং

পুলিশী হয়রানীর

প্রতিবাদ ও

নিন্দা জানিয়েছে বাঙ্গালী সংগঠন

গুলো



প্রেস বিজ্ঞপ্তি ॥

নানিয়ারচর

উপজেলার

বগাছড়িতে বাঙ্গালীদের

মালিকানাধীন

জমি দখল

করে উপজাতীয়

সন্ত্রাসীরা ঘরবাড়ি নির্মান



পুলিশি হয়রানির

তীব্র নিন্দা ও

প্রতিবাদ

জানিয়েছে বিভিন্ন

বাঙালী সংগঠন।

সোমবার বুড়িঘাট

ইউনিয়নের

৩নং ওয়ার্ড

মেম্বার আনন্দ

চাকমা ও

মহিলা মেম্বার

কাজলী ত্রিপুরার

নেতৃত্তে উপজাতীয়

সন্ত্রাসীরা বাঙ্গালীদের

ভূমি দখল

করে ঘড়বাড়ি নির্মান

করতে থাকে। এই সময়

ভূমির মালিক( মৃত)

আজগর আলীর

ছেলে মো:

বাদশা মিয়া, মো:

খালেকের

ছেলে আহাম্মদ

মিয়া সহ

প্রতিবেশিরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা

তাদের

উপর হামলা চালায়।

এতে আহত হয় মো: বাবু

(২২), মো: আমির

হোসেন (৩৫), সবুজ

মিয়া (২৮), বেলাল

হোসেন (২৫), মো:

ফারুক (২৩) সহ

আরো অনেকেই। এই

সময় দায়িত্বরত

পুলিশ

রহস্যজনক

ভাবে সন্ত্রাসীদের

প্রতিহত

না করে উল্টা নিরীহ

বাঙ্গালিদের

বিনা উস্কানিতে লাঠিচার্জ

করে।

এতে অনেকে আহত হয়।

আমারা নানিয়ারচর

ভূমি উদ্ধার আন্দোলন

পরিষদের

পক্ষ থেকে এর তীব্র

নিন্দা ও প্রতিবাদ

জানাচ্ছি।

উপজাতীয়

সন্ত্রাসীেদর হাত

থেকে বাঙ্গালীদের

ভূমি উদ্ধার

করে প্রকৃত

মালিকের

কাছে ফেরত ও

আহতদের সু-

চিকিৎসার

ব্যবস্থা করার জন্য

জোর

দাবী জানাচ্ছি। এ

দিকেএক যৌথ

বিবৃতিতে পার্বত্য

বাঙালী ছাত্র

পরিষদের কেন্দ্রীয়

আহ্বায়ক শেখ

মোহাম্মদ রাজু,

পার্বত্য নাগরিক

পরিষদের

চেয়ারম্যান ইন্জি :

আলকাছ আল মামুন

ভুঁইয়া ও মহাসচিব

এডভোকেট এয়াকুব

আলী চৌধুরী এই

ঘটনার তীব্র

নিন্দা ও প্রতিবাদ

জানিয়ে বলেন

অনতিবিলম্বে সন্ত্রাসীদের

গ্রেফতার

করে আইনের আওতায়

এনে শাস্তির

ব্যাবস্থা করতে হবে।

অন্যথায় সাধারণ

জনগণকে সাথে নিয়ে আমরা কঠোর

কর্মসুচি দিতে বাধ্য

হব।

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298032
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
হতভাগা লিখেছেন : চাকমা চুকমাদেরকে ধইরা রাখা আর কত ? ওদেরে ছাইড়া দেওন উচিত । শয়তান গুলা নিজেরা নিজেরাই মারামারি কইরা শেষ হউক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File