পার্বত্যঞ্চলে অপহরণ ও চাদাবাজী বেড়েই চলছে। প্রশাসনের কোন হস্তক্ষেপ নেই।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৬:৫৭:৩৬ সন্ধ্যা
আলীকদম
থেকে তিন কাঠুরীয়কে অপহরণ
করেছে সন্ত্রাসীরা। রোববার
রাতে উপজেলার পুয়ামুহুরী এলাকার
কাছে
দোছড়িপাড়া হতে
সন্ত্রাসীরা এদের অপহরণ
করে নিরয় যায়।
বান্দরবানের
সন্ত্রাসীরা অপহৃতদের
পরিবারের সদস্যদের কাছে পাঁচ
লাখ টাকা মুক্তিপণ
দাবি করেছে বলে পুলিশ ও
স্থানীয়
জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
অপহৃতরা হলো কাঠ
ব্যবসায়ী আবদুল খালেক ও
কাঠুরিয়া আবদুর রহিম ও মো.
ইউসুফ। তাদের সবার
বাড়ি চৈক্ষং ইউনিয়নের
তারাবুনিয়া এলাকায়।
আলীকদমের চৈক্ষং ইউনিয়নের
ইউপি চেয়ারম্যন জয়নাল
আহম্মেদ জানান, ম্রো ন্যাশনাল
পার্টির (এমএনপি) একদল
সশন্ত্র সন্ত্রাসী দল গভীর
রাতে দোছড়ি পাড়ায়
হানা দিয়ে তিনজনকে অপহরণ
করে নিয়ে যায়। তারা আজ
সকালে পাঁচ লাখ টাকা মুক্তিপণ
দাবি করে পরিবারের সদস্যদের
কাছে চিঠি দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শফিউল
আলম জানান, এ ঘটনার পর ওই
এলাকা থেকে অন্যন্য
শ্রমিকরা ভয়ে সদরে আশ্রয়
নিয়েছে। অপহরণের
ঘটনাটি খবর পাওয়ার পর
পইউএনও ও
সেনাবাহিনীকে জানানো হয়েছে।
সন্ত্রাসীরা অপহৃতদের
বেধে রেখে নির্যাতন
চালাচ্ছে বলে তাদের পরিবারের
সদস্যদের মোবাইল
ফোনে জানিয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
হোসাইন ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান,
অপহরণের খবর পেয়েছি। পুলিশ
ও সেনাবাহিনীর একটি যৌথ দল
ওই এলাকায় অভিযানে গেছে।
বিষয়: বিবিধ
৮১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন