পার্বত্যঞ্চলকে নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র ...

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৯:২৭:০২ রাত

ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশেষজ্ঞদের সম্মেলনে বিভিন্ন দেশের ১২ জন সদস্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন গঠন করা হয়। এ কমিশন জাতিসং ঘের দায়িত্বশীল কোন সংস্থা নয় কিংবা বাংলাদেশ সরকারের উদ্যোগে গঠিত কোন সংগঠনও নয়। আমাদের এই ভূ-খণ্ডের প্রাকৃতিক-খনিজ সম্পদ গ্রাস করতে এরা এ অঞ্চলের মানুষদের নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল। অন্যদিকে, সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদগার, সাম্প্রদায়িক

উস্কানী, উপজাতীয়দের প্রতি মানবাধিকার লঙ্ঘনের অপপ্রচার, রাজনৈতিক অস্থিশীলতা সৃষ্টিসহ নানা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিশেষ করে পার্বত্য শান্তিচুক্তির পর পার্বত্য এলাকায় হু হু করে অনেক এনজিও এসে আস্তানা গেড়েছে। পূর্ণাঙ্গ খ্রিষ্টান অঞ্চল বানাতে চুক্তি বাস্তবায়নের এমন সময়কে এরা মোক্ষম সময় হিসেবে বেছে নিয়ে ষড়যন্ত্রের নানা ডালপালা বিস্তার করছে। এনজিও মার্কা সুশীল সমাজ নামধারী যাদেরকে নিয়ে এখান

থেকে বাঙ্গালী খেঁদানোর ষড়যন্ত্র করা হচ্ছে তা এখনি বন্ধ করা উচিত। তা না হলে এদেশের মুক্তিকামী মানুষ তা সমুচিত জবাব দিতে আগেও ভুল করেনি, ভবিষ্যতেও ভুল করবে না। বীর মানুষ নিজেদের অধিকার রক্ষা করার জন্য পার্বত্য অঞ্চলে পুনরায় জেগে উঠলে তারা পালিয়ে যাবার পথ খুঁজে পাবেন না। সন্তু লারমা ও সিএইচটি কমিশনের উদ্দেশ্যে বলব, পার্বত্য চট্টগ্রামে কোন জনগোষ্ঠিকে পুর্নবাসন, আবার কোন জনগোষ্ঠিকে উচ্ছেদ করে এতদাঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা কোন ভাবেই সম্ভব নয়। বরং যে কোন সময়ের তুলনায় পার্বত্য চট্টগ্রাম আরও বেশি বিস্ফোরণ মূখর হয়ে উঠবে।

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291541
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৬
হতভাগা লিখেছেন : পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গ্যাংরিন স্বরুপ , এখনই সময় একে এম্পুটেশন করে দেওয়া । না হলে পঁচন সারা দেশে ছড়িয়ে পড়বে।
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৩
235189
ভিশু লিখেছেন : তার মানে কি বলতে চাইলেন?Worried
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৮
235247
হতভাগা লিখেছেন : পার্বত্য অন্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হোক ।

অন্ননালীতে বড় ধরনের ''সুখাদ্য'' আটকে গেলে যেটা যদি পাকস্থলীতে যাবার মত না হয় - তখন কি করবেন ?
291550
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জিয়া যদি সেখানে বাঙালীদের ট্রান্সফার না করতেন তাহলে এতদিন স্বাধীন হয়ে যেতো।
291554
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৫
ভিশু লিখেছেন : এখন যদি কেউ বলে এই আওয়ামী সরকার প্রচ্ছন্নভাবে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে পরিকল্পিতভাবেই নিষ্ক্রিয় - তাহলে সরকার তাঁকে কি বলবেন?!
291575
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৮
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো লিখাটা। আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে স্বাধীন হতে দেয়া হবে না।
292286
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : আমরা বাঙ্গালী ৭১ এত রক্ত দিয়েছে আমাদের পিতৃপুরুষরা যা অন্য কোন রাষ্ট্র দেয়নি। বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়। পার্বত্য বাঙ্গালীদের গায়ে একবিন্দু রক্ত থাকতে পার্বত্যঞ্চল কে আলাদা হতে দেবনা। প্রয়োজনে বাঙ্গালীরা অস্ত্র ধরতে জানে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File