পাহারী সন্ত্রাসী সংগঠন জেএসএস(সন্তু লারমা) ও জেএসএস(মানবেন্দ্র নারায়ন লারমা) গ্রুপের মধ্যে স্বশস্ত্র যুদ্ধ।নিহত ১।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ২৬ নভেম্বর, ২০১৪, ১১:৪৭:০৭ সকাল

রাঙামাটির

সীমান্তবর্তি বাঘাইছড়ি

উপজেলায় দুই উপজাতি গ্রুপের

বন্দুকযুদ্ধে একজন নিহত ও

তিনজন আহত হয়েছে। মঙ্গলবার

দুপুর ৩টা থেকে উপজেলার

জীবতলী তালুকদার পাড়ায় সন্তু

লারমা সমর্থিত

জনসংহতি সমিতি (জেএসএস) ও

সংস্কারপন্থি জেএসএস এর

মধ্যে বন্দুকদ্ধ হয়।

থেমে থেমে কয়েক দফায়

বন্দুকযুদ্ধে সন্তু

লারমা সমর্থিত একজন নিহত ও

৩জন আহত হয়।

ঘটনার

খবর

পেয়ে মারিশ্যা বিজিবির

একটি টহল দল

ঘটনাস্থলে গিয়ে ৬৪ রাউন্ড

গুলি চালালে সন্ত্রাসীরা পিছু

হটে। ঘটনাস্থল থেকে ৬৬ রাউন্ড

তাজা গুলি, ৮২টি গুলির খোসা ও

একটি ম্যাগজিন উদ্ধার

করে বিজিবি সদস্যরা।

মারিশ্যা

বিজিবির জোন

কমান্ডার লে: কর্নেল রবিউল

ইসলাম ঘটনার সত্যতা স্বীকার

করে জানান,

ঘটনাস্থলে বিজিবি টহল

দিচ্ছে। তবে এ ঘটনায় হতাহত

কাউকে উদ্ধার করা সম্ভব

হয়নি বলে তিনি জানান। এ

ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ

করছে।

বাঘাইছড়িতে দুই

উপজাতি গ্রুপের

বন্দুকযুদ্ধে একজন নিহত ও

তিনজন আহত

বাঘাইছড়ি

বিষয়: বিবিধ

১০৬৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288223
২৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৭
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
288242
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১২
হতভাগা লিখেছেন : নিজেরা নিজেরা গোলাগুলি করে মরে যাক । এরা বাংলাদেশের কোন উপকারে তো আসেই না বরং একটা গ্যাংরিন হয়ে আছে । বাংলাদেশের জন্য একটা Pain point এই পার্বত্য এলাকা

আপনা আপনি খসে পড়লে সার্জারীর জন্য আর হ্যাপা করতে হবে না।
288250
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২২
ইসলামী দুনিয়া লিখেছেন : মরুক।
288279
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কামড়াকামড়ি চলুক।
289388
২৯ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০২
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : আমরাও চাই তারা মরুক। কিন্তু পার্বত্য এলাকা অবিচ্ছেদ বাংলার অংশ এটা ছারবোনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File