জেলা পরিষদ সংশোধনী বিল প্রত্যাহার করে ৭জন বাঙ্গালী সদস্য দিয়ে পরিষদ পুনর্গঠনের আহবান

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ২১ নভেম্বর, ২০১৪, ১২:২৯:১১ রাত

জেলা পরিষদ সমূহ পুনর্গঠন

বিল সমূহ প্রত্যাহার পূর্বক

জনসংখ্যা অনুপাতে

খাগড়াছড়ি পার্বত্য

জেলা পরিষদে ৭জন

বাঙ্গালী সদস্য

দিয়ে পুর্নগঠনের আহবান

জানিয়েছে পার্বত্য

বাঙ্গালী ছাত্র পরিষদ

খাগড়াছড়ি জেলা শাখা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক

মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়

স্থায়ী কমিটি কর্তৃক

সুপারিশকৃত পার্বত্য

বৃহস্পতিবার এক

বিবৃতিতে পার্বত্য

বাঙ্গালী ছাত্র পরিষদ,

খাগড়াছড়ি জেলা শাখার

সভাপতি সাহাজল ইসলাম সজল ও

সাধারন সম্পাদক এস.এম মাসুম

রানা স্বাক্ষরিত এক যৌথ

বিবৃতিতে এ আহবান জানান।

সংশোধনী বিল সমূহ বৈষম্যমূলক

বিল

দাবী করে বিবৃতিতে নেতৃবৃন্দ

বলেন,

সংশোধনী বিলসমূহে পার্বত্য

চট্টগ্রামে বসবাসরত

বাঙ্গালীদের চরমভাবে বঞ্চিত

করা হয়েছে,

সৃষ্টি করা হয়েছে চরম বৈষম্য।

এছাড়া বিল সমূহে পার্বত্য

চট্টগ্রামে বসবাসরত সকল

সম্প্রদায়ের

কথা বিবেচনা না করে বাঙ্গালীদের

এক তরফা ভাবে বঞ্চিত

করা হচ্ছে । সংশোধনী বিল সমূহ

জাতীয় সংসদে পাশ করা হলে তিন

পার্বত্য জেলা পরিষদ

উপজাতিদের

রামরাজত্বে পরিণত হবে।

পরিষদ

সমূহে কোটি কোটি টাকার

উন্নয়নমূলক কর্মকান্ড সহ

সর্বক্ষেত্রে বাঙ্গালীরা চরমভাবে

বঞ্চিত হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন,

খাগড়াছড়ি জেলায় মোট

জনগোষ্ঠির ৫২% উপজাতি ও

৪৮% বাঙ্গালী। চাকমা, মারমা ও

ত্রিপুরা সম্প্রদায়ের ৯জন,

এবং ০১জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির

মনোনীত মহিলা সদস্য ও

চেয়ারম্যান সহ মোট ১১জনই

উপজাতি। অপরদিকে,

বাঙ্গালী সদস্য ও মহিলা সদস্য

সহ-৪জন।

অবিলম্বে এ ধরনের বৈষম্যমূলক

বিল প্রত্যাহার পূর্বক নতুন

ভাবে সংশোধনী এনে জনসংখ্যার

অনুপাতে খাগড়াছড়ি জেলা পরিষদে

৭জন সদস্য রাখার আহবান

জানিয়েছে সংগঠনটি।

দাবীটি বাস্তবায়নের

দাবীতে আগামী ২২ নভেম্বর

(শনিবার) সকাল ১১টায়

খাগড়াছড়ি জেলা শহরের

শাপলা চত্বরে বৃহত্তর

মানববন্ধন কর্মসূচী পালন

করা হবে। গণতান্ত্রিক

আন্দোলনের অংশ

হিসেবে মানবন্ধন

পরবর্তী সরকার আশানুরূপ

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

তথা দাবী বাস্তবায়ন করার

উদ্যোগ

না নিলে পরবর্তীতে সড়ক

অবরোধ, হরতাল সহ কঠোর

আন্দোলনের ডাক দেয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর

(সোমবার) পার্বত্য চট্টগ্রাম

বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত

সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক

‘‘রাঙ্গামাটি পার্বত্য

জেলা পরিষদ (সংশোধন)

বিল-২০১৪’’ ‘‘বান্দরবান

পার্বত্য জেলা পরিষদ (সংশোধন)

বিল-২০১৪’’ ও

‘‘খাগড়াছড়ি পার্বত্য

জেলা পরিষদ (সংশোধন)

বিল-২০১৪’’।

সংশোধনী বিলে খাগড়াছড়ি জেলা

পরিষদে ১৪ সদস্যের

পরিষদে পরিষদে ক্ষুদ্র নৃ-

গোষ্ঠি থেকে চেয়ারম্যান

ছাড়া বাকি ১৩ সদস্যের মধ্যে,

চাকমা-০৩জন, মারমা-০৩জন,

ত্রিপুরা-০৩জন ও ক্ষুদ্র-

নৃগোষ্ঠির বাইরে থেকে-০৩জন,

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির

বাইরে-০১জন মনোনীত

মহিলা সদস্য এবং ০১জন ক্ষুদ্র

নৃ-গোষ্ঠির মনোনীত

মহিলা সদস্য রাখার বিধানের

প্রস্তাব করা হয়েছে।

বিষয়: বিবিধ

৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File