৩৫ টিরও বেশি দেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ২৯টি দেশে মুসলমানরা সংখ্যালঘু হলে তারা অত্যন্ত প্রভাবশালী। ২৮ টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এসব রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ, ইরান, ইরাক, মিশর, কুয়েত, মরক্কো, পাকিস্তান ও সৌদিআরব অন্যতম।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ১২ নভেম্বর, ২০১৪, ০৮:৩৫:১০ সকাল



বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানের

সংখ্যা ১৬০

কোটি তন্মধ্যে বাংলাদেশ

চতুর্থ

স্থানে।

ইন্দোনেশিয়ায়

২১

কোটি,

পাকিস্তানে ১৮

কোটি, ভারতে ১৭ কোটি ও

বাংলাদেশে ১৫ কোটি মুসলমান

রয়েছে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম

স্থানে রয়েছে মিশর,

নাইজেরিয়া ও ইরান। মুসলিমের

সংখ্যায় এর

পরে রয়েছে তুরস্ক,আলজেরিয়া ও

মরক্কো। বিশ্বের ১২০টির

বেশি দেশে রয়েছে উল্লেখযোগ্য

সংখ্যক মুসলমান। এর মধ্যে ৩৫

টিরও বেশি দেশে মুসলমানের

সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

২৯টি দেশে মুসলমানরা সংখ্যালঘু

হলে তারা অত্যন্ত প্রভাবশালী।

২৮ টি দেশের রাষ্ট্রধর্ম

ইসলাম। এসব রাষ্ট্রের

মধ্যে বাংলাদেশ, ইরান, ইরাক,

মিশর, কুয়েত, মরক্কো,

পাকিস্তান ও সৌদিআরব

অন্যতম।

১৯৮০ সালে বিশ্বে মুসলমানের

সংখ্যা ছিল প্রায় ৮০

কোটি যা ২০০৪ সালে ১৩০

কোটিতে পৌঁছে। ১৯৯৫ সালের

পর থেকে মুসলমানদের

মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি পায়

চীন ও

ভারতে। চীন ও ভারতের পর

মুসলমানের সংখ্যা বৃদ্ধির দিক

থেকে শীর্ষ

পর্যায়ে রয়েছে পাকিস্তান,

ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও

বাংলাদেশ। মুসলমানদের

সংখ্যা দিনদিন বাড়তে থাকায়

পাশ্চাত্যের অনেক রাষ্ট্র

আতঙ্কিত। ঐসব

রাষ্ট্রগুলো ইসলাম

সম্পর্কে নেতিবাচক মনোভাব

পোষণ করায় মুসলমানদের

সংখ্যা বৃদ্ধি পাওয়াকে ভয়

পাচ্ছে। মুসলমানদের

জনসংখ্যা বৃদ্ধির উচ্চহারের

কারণ হল বেশির ভাগ মুসলমান

অধ্যুষিত রাষ্ট্রে স্বাস্থ্য ও

চিকিৎসা ব্যবস্থার

উন্নতি হওয়ায় নবজাতক ও শিশু

মৃত্যুর হার ব্যাপক মাত্রায় হ্রাস

পেয়েছে। একই কারণে মুসলমানদের

গড়

আয়ূ ক্রমেই বাড়ছে।

তুলনামূলকভাবে মুসলমানরা বিয়ে,

সংসার, পরিবার ও সন্তান

পালনকে বেশী গুরুত্ব দিয়ে থাকে।

পাশ্চাত্যের

রাষ্ট্রগুলো

মুসলমানদের

জনসংখ্যা উচ্চ হারে বৃদ্ধির

কারণের কথা উল্লেখ

না করে কেবল মুসলমানদের

ঘরে বেশি সংখ্যক শিশু জন্ম

নিচ্ছে প্রচার করছে। বিভিন্ন

দেশে মুসলমান

জনসংখ্যা সম্পর্কে তথ্য ও

উপাত্ত প্রচারের

ক্ষেত্রে পাশ্চাত্যের

রাষ্ট্রগুলোকে দ্বিমূখী ভূমিকা পালনে দেখা যায়।

তাদের

দৃষ্টি অনুযায়ী মুসলমানের

সংখ্যা নির্ধারণের

ক্ষেত্রে কেবল তাদেরকেই

মুসলমান হিসেবে গণ্য করা হয়

যারা নিয়মিত আল্লাহ হুকুম

পালন করেন এবং নবী (সঃ)

তরিকায় চলেন।

পশ্চিমা সরকারগুলো ইসলাম

আতঙ্ক ছড়ানোর জন্য

মুসলমানের

সংখ্যা

বৃদ্ধিকে “বিশ্ব

জনসংখ্যা বিপ্লব”

বলে অভিহিত করছে। অথচ গত

৩০ বছরে মুসলমান

পরিবারে শিশুর সংখ্যা হ্রাস

পেয়েছে। ১৯৭৫

সালে প্রতিটি মুসলমান

পরিবারে শিশুর সংখ্যা ছিল

গড়ে ৬.৫ যা কমে ২০০৪ সালে ৪ এ

নেমে এসেছে। বহু মুসলমান

রাষ্ট্রে শিশুর জন্ম হার

কমে হয়েছে মাত্র ২.৬।

জানা যায়,আলজেরিয়া,

ইন্দোনেশিয়া,

মধ্যএশিয়া

এবং রাশিয়ায়

মুসলমান পরিবারে শিশুর জন্ম

হার এর চেয়েও কম। আজারবাইজান

ও তুরস্কে মুসলমান

পরিবারে শিশুর জন্ম হার

ইউরোপের মতই কম। পাশ্চাত্যের

কোন কোন রাষ্ট্রে অমুসলমান

এলাকায় মুসলমানদের

জনসংখ্যা লক্ষণীয় মাত্রায়

বৃদ্ধি পাওয়ায় ঐসব

রাষ্ট্রে স্থানীয় সংখ্যালঘু

মুসলমানদের

সংখ্যা বৃদ্ধি

এবং ব্যাপক সংখ্যায়

বহিরাগত মুসলমানদের

অভিবাসনকে মারাত্মক সংকট

হিসেবে তুলে ধরছে সংশ্লিষ্ট

রাষ্ট্রগুলো। অথচ অন্যান্য

ধর্মের লোকদের

জনসংখ্যা ব্যাপক

আকারে বৃদ্ধি এবং অভিবাসনকে সম্মানের

দৃষ্টিতে দেখছে।

মিশর, ইরাক, লেবানন,

ফিলিস্তিন ও সিরিয়ার মত

দেশগুলোতে খৃষ্টান

জনসংখ্যা হ্রাসও লক্ষনীয়। ১৯১৪

সালে মিশরের জনসংখ্যার

শতকরা ২৬ ভাগই ছিল খৃষ্টান।

যার

জনসংখ্যা

কমতে কমতে ১৯৯৫

সালে শতকরা ৯.২

ভাগে দাঁড়িয়েছে। অপর

দিকে রাশিয়ায় মুসলমানের

সংখ্যা বৃদ্ধি পেয়েছে লক্ষনীয়

মাত্রায়। ১৯৮৯

সালে দেশটিতে মুসলমানের

সংখ্যা ছিল ১ কোটি ৩০ লাখ

যা বৃদ্ধি পেয়ে ২০০২

সালে দাঁড়ায় ২ কোটিতে। ২০০৫

সালের আগষ্ট মাসে মুসলমানের

সংখ্যা দাঁড়ায় ২ কোটি ৩০ লাখে।

এখন ইসলাম ধর্মই রাশিয়ার

দ্বিতীয় বৃহত্তম ধর্ম।

বিষয়: আন্তর্জাতিক

১২২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283496
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৯:১৬
কাহাফ লিখেছেন :
মুসলিমদের সংখ্যা ও তৎবিষয়ে সুন্দর উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে! Thumbs Up Thumbs Up Rose Rose
283497
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৩২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : তবে সবচেয়ে মজার ব্যপার হছ্ছে এত বিশাল মুসলিম জনসংখ্যা অধ্যুসিত মুসলিম অঞ্চল গুলো পৃথিবীর সবচেয়ে অশিক্ষিত, বিজ্ঞানহীন, পশ্চাদপদ, অনুন্নত, দূর্নীতি গ্রস্থ।

জাতিসংঘের PERCEPTIONS INDEX ২০১৩'র জরিপে- সূচকের সবচেয়ে নিম্নে অবস্থিত ১০টি দেশের ৯টিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সূচকের শীর্ষ ১০ এ একটিও মুসলিম দেশ নেই। ১৭৭ জাতির ঐ তালিকায় সৌদি আরবের স্থান ৬৩, বাংলাদেশ ১৩৬, পাকিস্তান ১২৭, ইন্দোনেশিয়া, মিশর ১১৪, ইরান ১৪৪ এবং আমাদের প্রতিবেসি ভারতের অবস্থান ৯৪....

উইপোকার মত বংশবিস্তারকারী কোরান আসক্ত মুসলিমরা এই লজ্জা কি করে ঢাকবে???

সূত্র : Click this link
283529
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ
ফালতু কমেন্ট ডিলিট করে দিলে ভাল হবে।
১২ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৫
226813

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> রায়হান রহমান লিখেছেন : উইপোকার মত বংশবিস্তারকারী কোরান আসক্ত মুসলিমরা এই লজ্জা কি করে ঢাকবে???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File