অশান্ত পার্বত্য চট্রগ্রামঃঅধিকার বঞ্চিত বাঙ্গালিরা।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ১৫ অক্টোবর, ২০১৪, ১২:৩২:১৫ রাত
পার্বত্যঞ্চলে অপরাধ সংগঠিত হয়না এমন কোন দিন নেই। প্রতিদিন চাদাবাজি, গুম, বাঙ্গালীদের নানা রকম নির্যাতন এর যেন কোন শেষ নেই। বাংলাদেশের সুশীল সমাজের লোকেরা তা দেখেও দেখেনা অন্যদিকে এর প্রতিবাদ করলেই বাঙ্গালীরা সন্ত্রাসী হয়ে যায়। শিক্ষা, চিকিৎসা , বাসস্থান,চাকরি কোন কিছুতেই যেন পার্বত্য বাঙ্গালীদের অধিকার নেই । আজ আমি একটি টপিক এর সামান্য কয়েকটা উদাহারণ দেব শিক্ষার ক্ষেত্রে। রাঙ্গামাটিতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্তাপনের জন্য সরকার নিজ থেকে উদ্যোগ গ্রহন করেছে। পার্বত্য বাঙ্গালীরা যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেল। কিন্তু চাকমা সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএস নামের কয়েকটি সংগঠনের শাখা পাহারি ছাত্রপরিষদ ।তারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কলেজ বিশ্ববিদ্যালয় গুলুতে কোটা ভিত্তিতে শিক্ষার জন্য আন্দেলন করে আর রাঙ্গামাটিতে ২টি বিশ্ববিদ্যালয় হবে সেটি তাদের অভিবাবক সংগঠন গুলো চায়না । তাই বোকার মত তাদের দিয়ে পার্বত্যঞ্চলে উচ্চশিক্ষার দার বন্ধ কলতে মানবন্ধনসহ সরকারকে অস্ত্রের ভয় দেখায়।এতে তারা সন্ত্রাসী নয়। সন্ত্রাসী বাঙ্গালীরা সুলতানা কামাল ও মিজানের মত লোকেরা তাই মনেকরে।আপনাদের মতামত কাম্য।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন