প্রকাশ্যে ধুমপানে বাধা দেয়ায় মুসলিমের উপর সংখ্যালঘুর হামলা।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ০৬ জুলাই, ২০১৪, ১১:৩০:০০ রাত
বাংলাদেশে ৯৫%মুসলমান থাকলেও সংখ্যালঘুদের সনকার এমনকি কতৃত্ব দিয়েছেন যে তারা মুসলমানের উপর হামলা,হুমকি দেয়?
কিছুদিন আগে ঢাকার গেন্ডারিয়াতে মুসলমানে তারাবিহ নামাজের উপর এস,আই অমল কৃষ্ণের খবরদারির ঘটনাটি নিয়ে তুলপার সৃস্টি হয়। তার ইমেজ শেষ না হতেই আজ রাঙ্গামাটিতে ঘটে মুসলমানের উপর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হামলা।
এক হিন্দু যুবক পবিত্র রমজান মাসে প্রকাশ্যে ধুমপান করছে। তাকে বাঘাইছড়ি সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন (চশমা কামাল) প্রকাশ্যে ধুমপান করতে নিষেধ করায় কামাল হোসেনক কে বেধরক পিটিয়ে আহত করে।
সরকারের কাছে মুসলমান হয়ে প্রশ্ন করি, আপনি সংখ্যালঘুদের উপর সামান্য আঘাত আসলে আপনার গায়ে বেথা লাগে অথচ আপনি একজন মুসলিমের সন্তান। মুসলিমের উপর সংখ্যালঘুর আক্রমন আসলে দর্শক হয়ে যান কেন? মারখাওয়া ব্যাক্তিতো আপনার দলের একজন থানা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক।
হায় সেলুকাশ সরকার!!!
আর সাংবাদিকরা একদিকে বলতে গেলে দালালি করছে। তারা শুধু সংখ্যালঘুদের উপর হামলা,পাহারিদের উপর হামলা এই খবর গুলির জন্য বসে থাকে।
ঈশ্বর যেমন ভদ্রপল্লিতে থাকে তেমনি এখানেও নিরিহ মানুষের পাশে কেউ নেই।
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন