বাংলাদেশের উপর প্রকৃতির হুমকি।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ০১ জুলাই, ২০১৪, ০৫:৫১:১৯ বিকাল

আমরা সমতলের মানুষগুলো একটু

চিন্তা করে দেখলে কেমন হয়।

জুম চাষের নামে জলছে পার্বত্য

চট্টগ্রাম ,

আগুনের লেলিহান শিখায়

পুরছে গাছপালা ,প্রাকৃতিক সম্পদ ।।

ধবংস হয়ে যাচ্ছে জীব বৈচিত্র ,নষ্ট

হযে যাচ্ছে পরিবেশের ভারসাম্য ।

কোন দেশের পরিবেশের ভারসাম্য

বজায় রাখতে হলে মোট আয়তনের ২৫

ভাগ বনভূমি থাকা প্রয়োজন ।

সে তুলনায় আমাদের দেশের

বনাঞ্চলের পরিমান খুবই নগন্য । আর

বাংলাদেশের মোট বনাঞ্চলের

একটা বিশাল অংশ রয়েছে পার্বত্য

চট্টগ্রামে ।কিন্তু

এখানে বসবাসকারী উপজাতি জনগোষ্ঠির

সনাতন পদ্ধতির জুম চাষের

মাধ্যমে ক্রমস ধবংস হয়ে যাচ্ছে এই

গুরুত্বপুর্ন বনভুমি । প্রতিবছর শুষ্ক

মৌসুমে জুমের জন্য প্রস্তুত

করতে শুকনো পাহাড়ে আগুন দেয়

উপজাতিরা । ফলে শত শত একর বনের

মাটি সহ গাছপালা জীবযন্তু পক্ষীকূল

পুরে একেবারে ছাই হয়ে যায় ।

এভাবে প্রতিবছর

হারিয়ে যাচ্ছে বিভিন্ন বিরল

প্রজাতির গাছপালা আর জীবযন্তু ।

দিনে দিনে আমাদের প্রাকৃতিক

পরিবেশ মারাত্মক হুমকির

মুখে পড়ছে । পার্বত্য চট্টগ্রামের জুম

নিয়ন্ত্রনের সরকারী বিভাগ

থাকলেও নেই কোন তদারকি ।

এভাবে চলতে থাকলে অদুর

ভবিষ্যতে এই অঞ্চলে আর কোন

গাচপালা বনভুমি খোঁজে পাওয়া যাবেনা ।

বেসি করে গাছ লাগিয়ে পরিবেশ

রক্ষায় যখন আমাদের সরকার সহ

বিভিন্ন প্রতিষ্ঠান

কোটি কোটি টাকা বিনিয়োগ

করছে তখন এই দেশেই

পাঃ চট্টগ্রামে সবার চোখের

সামনে ধবংস

হয়ে যাচ্ছে পরিবেশের অমূল্য সম্পদ ।

দেখার যেন কেউ নেই ।এই

বিষয়ে সংশ্লিষ্ট সকলের

দৃষ্টি আকর্ষন করছি ।

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File