পার্বত্য অঞ্চলে গড়ে প্রতি দুইদিনে একজন অপহরন ও তিন দিনে একজন খুন হয় উপজাতী সন্ত্রাসীদের হাতে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ০৬ জুন, ২০১৪, ১১:৪৩:৩০ রাত

আবার

অস্থির

হয়ে উঠেছে পার্বত্য

চট্টগ্রাম।

একের

পর

এক

অপহরণ-

নিখোঁজ,

খুন-

সংঘাতে আতঙ্কিত

পার্বত্যবাসী।

প্রতিনিয়ত

সন্ত্রাসী কর্মকাণ্ডে অনিশ্চিত

ভবিষ্যতের

দিকে এগুচ্ছে পার্বত্য চট্টগ্রামের

সার্বিক পরিস্থিতি।

একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে সশস্ত্র

মহড়া, হত্যা, গুপ্তহত্যা ও সশস্ত্র

সংঘর্ষে মরিয়া হয়ে উঠেছে আঞ্চলিক

দলের ব্যানারে থাকা উপজাতীয়

বিবদমান তিনটি সশস্ত্র গ্রুপ।

চলতি বছরের শুরু থেকে বিবদমান এই

গ্রুপগুলো একে-অপরের ওপর হামলায়

অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছে।

পাশাপাশি শুধু পার্বত্য চট্টগ্রামেই

অপহরণের শিকার হয়েছে ৬০ জনের

বেশি লোক। তাদের অধিকাংশই

উপজাতীয়; অনেক

বাঙালি রয়েছে। এ ছাড়া বিভিন্ন

স্থানে সংঘর্ষে আহত

হয়েছে আরো শতাধিক মানুষ।

এই লিংকে ঢুকে সন্ত্রাসীদের ছবি দেখুন

https://m.facebook.com/photo.php?fbid=1415913885341541&id=100007688288467&set=a.1384609315138665.1073741827.100007688288467&ref=bookmark

এখন প্রশ্ন সরকার কি চায়? তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না।?

বিষয়: রাজনীতি

৮৮১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231583
০৭ জুন ২০১৪ রাত ১২:১০
সন্ধাতারা লিখেছেন : ভয়াবহ উদ্বেগজনক। গুরুত্বপূর্ণ একটি পোষ্টের জন্য অনেক ধন্যবা।
231646
০৭ জুন ২০১৪ সকাল ০৯:০১
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : আপনাকেএ ধন্যবাদ@ সন্ধাতারা @

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File