alexa তে ক্লেইম করুন আপনার সাইট

লিখেছেন লিখেছেন সাগর বিশ্বাস ৩১ জুলাই, ২০১৪, ১০:৪১:০৫ সকাল



আপনি যদি ব্লগিং জগতে একদম নতুন না হয়ে থাকেন তাহলে Alexa এবং Alexa Rank কি সেটা আশকরি আপনাকে বলে দিতে হবে না । যায় হোক যারা জানেন না তাদেরকে একটু ধারনা দিই । Alexa হচ্ছে একটা Web Information Company । এটা গোটা বিশ্বের সব ওয়েবসাইটের বিভিন্ন তথ্য Analysis করে প্রতিটা সাইটকে একটা রেংকিং দিয়ে থাকে । এবং সেটা খুবি জরুরি একটা বিষয় । Alaxa মূলত প্রতিটা সাইটকে রেংকিং করে সাইটের কন্টেন্ট, গড় ট্রাফিক, ভিসিটরদের রিএ্যাক্ট ইত্যাদির উপর । যেহেতু সাড়া বিশ্বে সর্বমোট কয়েক কোটি ওয়েবসাইট রয়েছে তাই Alexa থেকে আপনার সাইটের জন্য ভালো রেংকিং পেতে হলে আপনার সাইটকে অবশ্যই মান সম্মত হতে হবে । কি ভাবছেন ? Alexa রেংকিং ভালো না হলে কি সমস্যা, বলছি আজকাল শুধু ব্লগাররায় নয় সাধারন ইউজাররাও জানে Alexa রেংকিং এর বেপারে । আর তারা প্রতিটা সাইটকে সেভাবেই বিচার করে থাকে, অর্থাৎ যে সাইটের Alexa Rank যত ভালো ভিসিটররা সে সাইটকে তত বেশি গুরুত্ব দিয়ে থাকে । এইটা গেলো একটা দিক, অন্য একটা দিক হলো আপনি আপনার ব্লগে কিছু এড শো করিয়ে একটু বাড়তি টাকা রোজগার করতে চান । কিন্তু আপনার ব্লগের Alexa রেংকিং যদি ভালো না হয় তাহলে আপনি ভালো কোন Publisher কোম্পানির এড অ্যাকাউন্ট পাবেন না । যেমনঃ Google Adsence, Buysellads, Madadsmedia এরোকম ভালোকিছু কোম্পানি ।

তাই আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার সাইটকে Alexa তে Claimed করবেন । এটা ঠিক Google Webmaster এ সাইট অ্যাড করবার মতনি একটা বিষয় । আপনার সাইটাকে Alexa তে অ্যাড করে আপনার সাইটকে Alexa এর কাছে গুরুত্বপূর্ণ করে তুলুন । এবার আর কথা না বাড়িয়ে শুরু করা যাক...

যেভাবে যা করবেনঃ

১। আশাকরি আপনার একটা এলেক্সা একাউন্ট আছে, যদি না থেকে থাকে তাহলে প্রথমে একটা একাউন্ট খুলে নিন অথবার আপনার ফেসবুক একাউন্ট ইউজ করুন।

২। আপনি এবার এখানে ক্লিক করুন এবং আপনার সাইটের এড্রেস দিন।

৩। এবার আপনার সাইটের ওনারশিপ ফেরিফাই করবার জন্য তিনটি অপশান পাবেন, আপনি যদি আমার মত ব্লগার ইউজ করেন তাহলে ২নং মেথড টি সিলেক্ট করুন। এবং মেটা ট্যাগটি কপি করুন ।



৪। এবার আপনার ব্লগার একাউন্টে লগিন করুন । টেমপ্লেট থেকে এডিট এইচটিএমএল সিলেক্ট করে ট্যাগ টি খুঁজে বের করে তার(head) নিচে আপনার এলেক্সা থেকে কপি করা মেটা ট্যাগটি পেস্ট করে Save Template এ ক্লিক করুন।

৫। এখন আবার এলেক্সাতে ফিরে গিয়ে Verify my ID বাটনে ক্লিক করুন, সবকিছু ঠিক থাকলে আপনি দেখতে পাবেন Your site is successfully claimed.

এভাবেই আপনি খুব সহজে আপনার সাইটের alexa rank কমাতে পারেন।

সুত্রঃ ITFun24.Com

বিষয়: বিবিধ

১৪৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249800
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:১৩
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
ভালো লাগলো। ধন্যবাদ।
249834
০১ আগস্ট ২০১৪ সকাল ০৮:০০
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File