ক্ষতিটা কাদের বেশি হল? আসুন একটু পর্যালোচনা করা যাক---
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১৬ নভেম্বর, ২০১৫, ১১:২৮:৩১ সকাল
আমি তো দেখছি- প্যারিস হামলায় ক্ষয়ক্ষতির সিংহভাগই হয়েছে মুসলিমদের! ফ্রান্স কেবল ১২৯ জন নাগরিক হারিয়েছে, পক্ষান্তরে মুসলিমদের যে ৬টি অপূরনীয় ক্ষতি হয়েছে তা হল:
১। ইউরোপের লাখ লাখ মুসলিম শরনার্থীর আশ্রয় ও নিরাপত্তা এখন হুমকির মুখে পড়বে
২। সিরিয়া ও ইরাকের নিরীহ মুসলিমদের উপর ফ্রান্সের হামলা আরো জোরালো হবে
৩। ইউরোপের মুসলিম নাগরিকদের ধর্ম পালনের উপর আরো কঠোরতা আরোপ করা হবে, মুসলিমদেরকে হয়রানী করা হবে এবং নজরদারিতে রাখা হবে
৪। ইউরোপে ইসলামের পুনর্জাগরনের যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা স্থিমিত হয়ে গেল
৫। অনেক মডারেট মুসলিম ইসলামের এই আগ্রাসী রূপ দেখে নাস্তিকতার দিকে ধাবিত হবে
৬। ইসলামের ভাবমূর্তি যেভাবে নষ্ট হল, তাতে অমুসলিমদের ইসলাম গ্রহনের প্রবনতা হ্রাস পাবে
.
এই হল তথাকথিত জিহাদের রেজাল্ট! এটা নিশ্চিৎভাবেই ইসলাম বিরোধী কোন পক্ষের সাজানো নাটক। আর নয়তো জিহাদী আবালগুলোর মাথা থেকে ঘিলু বের করে কেউ সেখানে গোবর ঢুকিয়ে দিয়েছে। তা নাহলে নিজেদের পায়ে এভাবে কেউ কুড়াল মারতে পারে না।
অমুসলিমদের জীবনের কোন মূল্য যদি আপনার কাছে নাও থাকে, তবুও এই হামলাকে সমর্থন করার কোন সুযোগ নেই। কারন এটা কেবল ফ্রান্সের অমুসলিমদের উপর আঘাত নয়, একই সাথে এটা ইসলামের উপরও আঘাত। কারন ক্ষতিটা আমাদেরই বেশি হল।
.
★ফ্রান্স যদি এখন মুসলিম শরনার্থীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়- আইএস সন্ত্রাসীরা কি পারবে সেটা ঠেকাতে?
★ফ্রান্স যদি সিরিয়া কিংবা ইরাকে পারমানবিক বোমা নিক্ষেপ করে- আইএস এর বাপও কি পারবে সেটা থামাতে?
★ফ্রান্স যদি সেদেশের মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দেয়- আইএস কি পারবে তাদের বাঁচাতে?
★ভারতের শিবসেনার মত উগ্র ইসলামবিদ্বেষী দল যদি এখন ফ্রান্সে তৈরি হয়- আইএস কি পারবে ফ্রান্সের মুসলিমদেরকে নিরাপত্তা দিতে?
★ফ্রান্সের সকল পত্র-পত্রিকা যদি এখন শার্লি হেবদোর মত নবীর কার্টুন আকানো শুরু করে- আইএস কি পারবে সেটা ঠেকাতে?
.
যদি না পারে- তাহলে অহেতুক বোমাবাজি করে তারা কেন শুধু শুধু ইসলামের ইমেজটা নষ্ট করতে গেল? এর মানে একটাই দাড়ায়- এরা ইসলামী সংগঠন নয়, বরং এরা ইসলাম ধ্বংস করার কাজে নিয়োজিত একটি সাজানো সংগঠন। বর্তমান সময়ে কেবল অস্ত্রের জোরে যুদ্ধ জেতা যায় না, জিততে হলে দরকার সুচিন্তিত কৌশল। একারনেই এই চরমপন্থী আবালগুলো কখনো সফল হতে পারবে না। কারন এদের মাথায় বোমাবাজি ছাড়া কিছুই নেই। কোনটা করলে মুসলিমদের উপকার হবে আর কোনটা করলে মুসলিমরা ক্ষতিগ্রস্থ হবে- এই সহজ হিসাবটা যারা বুঝে না তারা জিহাদ করার কোন যোগ্যতাই রাখে না।
--------
বি.দ্র. সর্বপ্রথম আমার ফেসবুক আইডিতে প্রকাশিত, যার লিংক- http://www.facebook.com/intehab
বিষয়: বিবিধ
২৪৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন