শুধুমাত্র ইসলাম নয়, বরং সকল ধর্মই সত্য এবং গ্রহণযোগ্য- এমনটাই দাবী করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০২:২৯ রাত
ইউরেকা!! দীর্ঘ কয়েক ঘন্টা গুগলে খোঁজ দ্যা সার্চ চালিয়েও ব্যর্থ হয়েছিলাম। অবশেষে জাফর ইকবাল স্যার এর লেখা ঐ বিশেষ কলামটির লিংক খুজে পেয়েছি!! উনার মুখোশ উৎপাটনের জন্য এই লেখাটি খুজে বের করা অত্যাবশ্যকীয় ছিল।
উনার লেখাটির সারমর্ম হল- জীবনের প্রশ্নের একটি মাত্র সঠিক উত্তর নেই, অনেক সঠিক উত্তর হতে পারে। ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন বিশ্বাস নিয়ে একসঙ্গে অনেকে সঠিক হতে পারে। অর্থ্যাৎ সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট জন্য কেবল একটা নির্দিষ্ট ধর্ম মানতে হবে, অন্য কোন ধর্ম মানলে সৃষ্টিকর্তার কাছে পৌছানো যাবে না- এটা একেবারে ভুল ধারনা। আমরা কেন মনে করি- কেবল আমরা নিজেরাই সঠিক, আর বাদবাকি সবাই ভুল? কেন আমরা ব্যাপারটা এভাবে চিন্তা করি না যে, আমারটা যেমন সঠিক, তারটাও তো তেমনি সঠিক হতে পারে? নিজ নিজ অবস্থান থেকে সবাই সঠিক হতে পারে।
স্যার যেটা বুঝাতে চেয়েছেনঃ মুসলমানদের কালেমা যেমন সঠিক, হিন্দুদের মূর্তিপূজাও তেমনি সঠিক। কুরআন-হাদিস সঠিক, আবার খ্রিস্টানদের বাইবেল, বৌদ্ধদের ত্রিপিটকও সঠিক। সব ধর্মই সত্য। যে কোন একটা ধর্ম মেনে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা সম্ভব। নামাজ-রোজা করে যেমন জান্নাত পাওয়া যাবে, তেমনি গণেশ পূজা, শিবলিঙ্গ পূজা, দূর্গার পূজা করেও জান্নাত পাওয়া সম্ভব...
অথচ কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন-
"নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। [৩:১৯]
" লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।" [৩:৮৫]
লেখাটি অনলাইনে সহজে পাওয়া যায় না। আমি দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালিয়েও লেখাটির কোন অস্তিত্ত্ব খুজে পাইনি। এমনকি প্রথম আলো কর্তৃপক্ষ স্যারের এই লেখাটি তাদের ওয়েবসাইট থেকে অজ্ঞাত কারনে মুঝে ফেলেছে। অবশেষে "স্বপ্ন নিয়ে" পেজটির টাইমলাইন ঘেটে দীর্ঘ সময় পর লেখাটির একটি এমবেডেড ফটোকপি খুজে বের করা সম্ভব হয়েছে। এই লেখাটি স্যারের মুরীদরা স্বাভাবিক কারনেই অনলাইনে শেয়ার, প্রচার কিংবা প্রকাশ করে না। কারন এটা প্রকাশিত হলে স্যারের আসল চেহারা জনসমক্ষে ধরা পড়ে যাবে। এটা স্যার নিজে যেমন চান না, তেমনি স্যারের ভক্ত মুরীদরাও চায় না। এজন্যই লেখাটি লুকিয়ে ফেলার জন্য তাদের চেষ্টা বিশেষভাবে লক্ষ্যনীয়। আমার আশঙ্কা যে কোন সময় "স্বপ্ন নিয়ে" পেজটি থেকেও লেখাটি মুছে ফেলা হতে পারে।
জাফর ইকবাল স্যার নিজে যেমন কুরআনের সম্পুর্ন বিরুদ্ধে গিয়েছেন, তেমনি আমাদের সবাইকেও একইভাবে কুরআনের বিরুদ্ধে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সকল ধর্মকে সঠিক জেনে এবং মেনে নিতে তিনি আমাদের উপদেশ দিয়েছেন। তরুন প্রজন্ম এখন কি করবে? তারা কি মহান আল্লাহর দেয়া মহাগ্রন্থ আল কুরআন অনুসারে চলবে নাকি তাদের প্রিয় স্যার জনাব জাফর ইকবালের দেখানো পথ অনুসরন করবে?
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হল- এটুকু পড়ার পর জাফর ইকবালকে আপনার কাছে কি মনে হয়? মহাজ্ঞানী একজন বিজ্ঞানী? নাকি একটা হাবাগোবা টাইপের মানুষ?
উনি কি নাস্তিক? কাফির? নাকি মুনাফিক?
স্যারের লেখা কলামটির লিংক- এখানে
লেখাটি সর্বপ্রথম আমার ফেসবুক আইডিতে প্রকাশিত যার লিংক- এখানে
বিষয়: বিবিধ
১৭১৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
" হে আল্লাহ তাকে হেদায়েত দান করুন,নতুবা মানুষকে বিভ্রান্ত করার তার যে সামর্থ্য তা নস্যাত করে দিন। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ এবং সকল কিছুর উপর ক্ষমতাবান। আমীন "
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আল্লা/আল্লা করেই আপনাদের এই দশা হয়েছে। তলানিতে ঠেকে গেছেন, এটা বুঝেন তো?" লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।" [৩:৮৫]
এই জন্য মুসলিম হিসাবে তার ঈমান নিয়ে সন্দেহ
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আল্লার গ্রহনযোগ্যাই কতটুকু? আল্লা/আল্লা করেই আপনাদের এই দশা হয়েছে বুঝেন তো??A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
শুধু লেফট-রাইট করাকেই অনেক বড় মনে করেছে ।
ইসলাম নিয়ে তার যে ধারনা তা পরকালেই আল্লাহ তাকে জানিয়ে দেবেন যা নিয়ে সে মতভেদ করছে ।
তখন ফিরে গিয়ে মুসলমান হয়ে নেক কাজ করতে যেতে চাইলেও তাকে আর ফেরানো হবে না ।
মন্তব্য করতে লগইন করুন