হিন্দী ম্যুভি P.K. বনাম সনাতন ধর্ম (পর্ব-১)

লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৮:৫৪:০৯ রাত

আমির খান অভিনীত P.K. ম্যুভিটিতে হিন্দুদের মূর্তিপুজাসহ অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানকে সর্বকালের শ্রেষ্ঠ ধোলাই দেয়ার পরও পুরো ভারতজুড়ে ম্যুভিটি দূর্দান্ত ব্যবসা করেছে। শুধু তাই নয়, IMDB রেটিংয়ে ১০ এর মধ্যে ৮.৮ পেয়ে সর্বকালের সবচেয়ে দর্শকপ্রিয় ম্যুভির তালিকাতেও স্থান করে নিয়েছে P.K.। হিন্দুপ্রধান একটি দেশে হিন্দুদের ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে সরাসরি আঘাত করেও কি করে PK. এতটা সফলতা অর্জন করলো? এটা থেকে একটা ব্যাপার পরিস্কার- শিক্ষিত ও বিজ্ঞানমনস্ক হিন্দুরা এখন আর সনাতন ধর্ম বিশ্বাস করে না। সনাতন ধর্ম যে কোনমতেই সত্য কিংবা গ্রহনযোগ্য ধর্ম হতে পারে না তা শিক্ষিত হিন্দুরা জানে এবং মানে, শুধু বাপ-দাদার ধর্ম হওয়ার কারনে মুখ ফুটে কিছু বলে না। কিন্তু PK.. যখন ভুলত্রুটিগুলো হাতে নাতে ধরিয়ে দিলো তখন তারা এটাকে সমর্থন জানাতে আর দ্বিধা করেনি। তারা ঠিকই IMDB তে পি,কে. ম্যূভিটিকে ১০ এ ১০ দিয়েছে।

ম্যুভিটিতে মূলত সুক্ষ্ম কৌশলে নাস্তিকতা প্রমোট করা হয়েছে। ম্যূভিটিতে প্রায় সবগুলো ধর্মেরই নেগেটিভ দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে, কিন্তু সবচেয়ে গাজাখুরী এবং কুসংস্কারাচ্ছন্ন ধর্ম হওয়ায় ৮০% সমালোচনাই কেবল সনাতন ধর্মের বিরুদ্ধে। সবচেয়ে কম আক্রমনের স্বীকার হয়েছে ইসলাম ধর্ম। ইসলামের যেসব বিষয় নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে তাও প্রকৃতপক্ষে ইসলামী বিধানই নয়, বরং এগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ (শিয়া ও মাজারপূজারীদের বৈশিষ্ট্য এগুলো)।

দ্বিতীয় পর্বে পিকে'র সাথে ভগবানের মূর্তি বিক্রেতার চমৎকার একটা কথোপকথন শেয়ার করবো ভাবছি....

বি.দ্র. সর্বপ্রথম আমার ফেসবুক আইডিতে প্রকাশিত, যার লিংক - এখানে

বিষয়: বিবিধ

১৩৯৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298164
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৩
দ্য স্লেভ লিখেছেন : ছবিটা যারা তৈরী করেছে,তাদের উদ্দেশ্য চিল ব্যবসা করা। তারা সেটা করতে পেরেছে। তারা ব্যবসায়িক সাফল্য ছাড়া অন্য বিষয়ে ভাবছে বলে মনে করিনা।
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৪
241417
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : হতে পারে
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৪
241418
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : হতে পারে
298170
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০২
মোতাহারুল ইসলাম লিখেছেন : মাজার পুজার বিরূদ্ধে কথা বলা হলো ইসলামের পক্ষে কথা বলা।
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৩
241416
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : সহমত
298174
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মুসলমানরা কবে মানুষ হবে? নাকি আজীবন তালেবানই থেকে যাবে??
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৩
241415
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : তুই কবে মানুষ হবি?
298296
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫১
হতভাগা লিখেছেন : P.K.তাহলে Peak এ উঠে গেল ?
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৭
241575
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : হ্যা ঠিক তাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File