সর্বকালের সবচেয়ে বিখ্যাত ২০ জন বাঙালী নাস্তিক/সেক্যুলার--- (৬ষ্ঠ/শেষ পর্ব)

লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১৮ নভেম্বর, ২০১৪, ০৭:৩৮:০২ সন্ধ্যা



১৯। ফরহাদ মজহার: এই লিস্টে উনার নাম দেখে অনেকেই চমকে গেছেন!! তাইনা?? আওয়ামীলীগ-বিরোধী অবস্থান নেয়ার কারনে অনেকে তার আসল পরিচয় জানে না। এক সময় সে ছিল একজন কুখ্যাত ইসলামবিদ্বেষী নাস্তিক, বর্তমানে তার ভূমিকা বেশ রহস্যজনক। সে এখন আর আগের মত নাস্তিকতা প্রচার করে বেড়ায় না, বরং ইসলামপন্থীদের পক্ষাবলম্বন করে কলাম লেখে-বিবৃতি দেয়। কিন্তু সেটা যতটা না আদর্শগত কারনে তারচেয়ে বেশি রাজনৈতিক কারনে। সে এখনো নাস্তিক আছে নাকি তওবা করে মুসলমান হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি। নব্বইয়ের দশকে "এবাদত নামা" নামে একটি ইসলাম বিদ্বেষী কাব্যগ্রন্থ লিখে সে বেশ বিতর্কিত হয়েছিল। কয়েকটা লাইন উল্লেখ করছি:

বিবি খাদিজার নামে আমি এই পদ্যটি লিখি

বিসমিল্লাহ কহিব না, শুধু খাদিজার নাম নেবো

নবীজীর নাম? উহু, তার নামও নেবোনা মালিক

শুধু খাদিজার নাম- দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব

তোমাকেও ভুলে যাবো, ভুলে যাবে নবীকে আমার।


তার আরেকটা কবিতা আরো মারাত্মক-

দুনিয়া রেজিস্ট্রি কর, তিলেক হিম্মত নাই

আধা ছটাকের নাই তেজ

সাত আসমানে প্রভু খোদাতা'লা হয়ে বসে আছ

মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমিই মালিক

অথচ মালিক অন্যে,অন্যে কহিতেছে তারা খোদা

মালিক এ জমিনের -প্রত্যেকেই তোমার শরিক

তোমার শরিক নাই এই কথা তবে কি বোগাস?

এদের দলিল যদি মিথ্যা হয় যাও আদালতে

উকিল ধরিয়া করো দুনিয়া রেজিস্ট্রি নিজ নামে


১৮। শফিক রেহমান: বাংলাদেশে "ভ্যালেন্টাইন ডে" নামক বিজাতীয় সংস্কৃতির প্রবর্তক। ১৯৯৩ সালে এই নাস্তিক সর্বপ্রথম তার পত্রিকা যায়যায়দিন এর মাধ্যমে এদেশে ভালবাসা দিবস এর প্রচলন ঘটায়। শফিক রেহমানকে বাংলাদেশের চটি সাহিত্যের জনক বলা হয়। অশ্লীলতার দিক দিয়ে হুমায়ুন আজাদও উনার কাছে নস্যি। শফিক "মৌচাকে ঢিল" নামক একটি সেমি-চটি ম্যাগাজিনের সম্পাদক। এছাড়া বাংলাদেশে লিভ টুগেদার ছড়িয়ে দেয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান শফিক রেহমানের। তার বিরুদ্ধে সমকামীতার অভিযোগও রয়েছে।

বি.দ্র. সর্বপ্রথম আমার ফেসবুক আইডিতে প্রকাশিত যার লিংক- এখানে

বিষয়: বিবিধ

৪১৮৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285594
১৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মুমিনের ঘেউ ঘেউ..............
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
229309
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : নাস্তিকের ঘোৎ ঘোৎ...

285609
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:১২
রাজ্পুত্র লিখেছেন : ভালো লাগলো
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
229311
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : ধন্যবাদ।
285616
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৬
বিবেকবান লিখেছেন : ধন্যবাদ
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
229310
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
285629
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার বক্তব্যর সাথে একমত নই যদিও তাদের আদর্শ ঠিক।
এরা নাস্তিক বলে নিজেকে স্বিকার করেন। কিন্তু সেটা নিয়ে ব্যবসরা করেন না।
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
229312
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : আমার কোন কথার সাথে আপনি একমত না? ফরহাদ মজহার নাস্তিক ছিল কিংবা শফিক রেহমান নাস্তিক- এব্যাপারে আপনার কোন সন্দেহ আছে?
১৯ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪৪
229319
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নাস্তিক আর ইসলাম বিদ্বেষি এই দুইটায় পার্থক্য আছে।
২৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
230950
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : পার্থক্য আছে এটা আমিও জানি। উনারা এখন হয়তো ইসলাম বিদ্বেষী না, কিন্তু একসময় ছিলেন। এখন কৌশলগত কারনে সাময়িকভাবে একটু বদলে গেছে, আর কিছু নয়
285672
১৮ নভেম্বর ২০১৪ রাত ১১:৪২
মনসুর লিখেছেন : মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
229313
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : আমিন
285688
১৯ নভেম্বর ২০১৪ রাত ১২:১৮
মাটিরলাঠি লিখেছেন : শফিক রেহমান মূলতঃ সংশয় বাদী। তার পিতাও তাই ছিলেন। শফিক রেহমান ঈদের সময় দেশে থাকেন না। লন্ডনে বা দেশের বাহিরে চলে যান।
285721
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:৪৩
দ্য স্লেভ লিখেছেন : অনেক পরে ফরহাদ মাজহার বলেছেন তিনি আল্লাহকে বিশ্বাস করেন
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
229314
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : আল্লাহকে বিশ্বাস করলে তার উচিত হবে পূর্বের গুনাহগুলোর জন্য তওবা করা এবং নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া। কারন তিনি যে ধরনের নোংরা কবিতা লিখেছেন তা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।
286606
২১ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
হতভাগা লিখেছেন : উপরোক্ত দুইজন মুসলমানের মধ্যে পড়েন না অন্তত তাদের ব্যাহ্যিক কাজকর্মে ।

শফিক রেহমানের নাকি কোরবানীর সময় পশু জবাই দেখলে খারাপ লাগে (এটা সে তার পত্রিকাতেই এক সময় বলেছিল)

নাস্তিক আছে এই পৃথিবীতে । তাদের জন্য তো আল্লাহ শাস্তি রেখেছেনই ।

তবে যারা উপরে উপরে নাস্তিকতার আবরনে প্রচন্ড ইসলাম বিদ্বেষী মনোভাব দেখায় তারাই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে থাকে এবং দেশে দেশে ফিতনার সৃষ্টি করে । আর ফিতনা হত্যার চেয়েও জঘন্য ।
288703
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৮
শরাফতুল্লাহ লিখেছেন : ভাই আপনার লেখা গুলো ভালো লাগে, অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ তথ্যবহুল লেখার জন্য।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:০৩
246182
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File