সর্বকালের সবচেয়ে বিখ্যাত ২০ জন বাঙালী নাস্তিক/সেক্যুলারদের তালিকা (৩য় পর্ব)

লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১৫ নভেম্বর, ২০১৪, ০৭:৪৯:২৯ সন্ধ্যা



৯। কবি শামসুর রহমান: "আযানের ধ্বনি বেশ্যার খদ্দের ডাকার ধ্বনির মত মনে হয় (নাউজুবিল্লাহ)- এই একটা উক্তিই প্রমান করে শামসুর রহমান কি পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিল। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল- আপনি কি চান আপনার কবর হোক আপনার খালার কবরের পাশে? নাস্তিকটা জবাব দিয়েছিল- আমি তো আমার কবর হোক এটাই চাই না।

১০। তসলিমা নাসরিন: উনাকে চেনে না এমন লোক খুব কমই আছে। তার একটি বিখ্যাত উক্তি- "পুরুষরা যেমন গরম লাগলে খালি গায়ে ঘুরে বেড়ায় নারীরাও তেমনি খালিগায়ে ঘুরে বেড়াবে, তাদের স্তন সবাই দেখবে"। লেখক ইমদাদুল হক মিলন, সুনীল গঙ্গোপাধ্যায়, রুদ্র মুহম্মদ, সৈয়দ শামসুল হক, মিনার মাহমুদ সহ আরো অসংখ্য পুরুষ বৈধ/অবৈধভাবে তাকে ভোগ করেছে বলে তসলিমা তার আত্মজীবনিতে অভিযোগ করেছে!!

১১। সুনীল গঙ্গোপাধ্যায়: এটা কলকাতার আরেক স্বঘোষিত নাস্তিক। তসলিমাকে ভোগ করা এই নাস্তিকও অন্যান্য নাস্তিকের মতই অশ্লীলতা ও নোংরামীতে সিদ্ধহস্ত। তার একটা উক্তি হল- "দেবী কালির মূর্তি দেখলে কামভাব জেগে উঠে।"

১২। লতিফ সিদ্দিকী: এরে তো সবাই চেনেন। বেশি কিছু বলার নাই। আলোচিত উক্তি- "ধর্ম তামাক ও মদের মত একটি নেশা। মোল্লাদের কোন কাজ নেই তাই তারা ঘন ঘন মসজিদ তৈরি করেছে। টাকা ইনকামের জন্য আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ হজ্জের প্রবর্তন করেছিল। সভা-সমাবেশের শুরুতে কুরআন তেলাওয়াত বন্ধ করা দরকার।"

১৩। বাউল লালন শাহ: সুবিধাবাদী সেক্যুলার। কোন ধর্ম পালন করতো না। জীবনে যতবার গাজা টেনেছে ততবার ভাত খেয়েছে কিনা সন্দেহ। দেশের সকল নাস্তিক লালন বলতে অজ্ঞান। লালনের অনুসারিরা লালনের জন্মদিনে গাজা খাওয়ার উৎসব করে থাকে। লালন এমন এক পৃথিবীর স্বপ্ন দেখতো যেখানে ধর্ম বলে কিছু থাকবে না, হিন্দু-মুসলিম-খ্রিষ্টান এরকম কোন ধর্মীয় পরিচয় মানুষের থাকবে না।

বি.দ্র. পূর্বে আমার ফেসবুক আইডিতে প্রকাশিত যার লিংক- এখানে

বিষয়: বিবিধ

৪০৮৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284607
১৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৪
আব্দুল গাফফার লিখেছেন : নতুন কিছু জানলাম । অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।
১৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
228904
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
284644
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৪:১০
কাহাফ লিখেছেন :
নাস্তিকদের সম্পর্কে মোটামুটি ধারণা থাকা চাই!তাহলে ওদের প্রতি লা'নতের দোয়া করা যাবে!
বরাবরের মতই সাবলীল সুন্দর ভাষায় উপস্হাপনা! অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই....। Time Out Time Out Time Out
১৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
228905
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
284675
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৩
বিবেকবান লিখেছেন : ভালো লাগলো...Informative and pragmatic
১৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
228906
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : ধন্যবাদ।
286590
২১ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫১
হতভাগা লিখেছেন : কবি , সাহিত্যিকরা যখন ফর্মে চলে যায় তখন তারা ধরাকে সরা জ্ঞান করা শুরু করে । তারা দেখে যে তার অনেক ভক্ত যাদেরকে ইজিলি হিপনোটাইজ করা যায় ।

এদের প্রায় সবাই নাস্তিক + ইসলাম বিদ্বেষী হয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File