ড.মুহম্মদ জাফর ইকবাল- মুক্তিযুদ্ধ না করেও যিনি আজ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক!!!
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:০১:২৮ রাত
মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গিয়ে স্যার (!) ড. জাফর ইকবাল নিজের ভন্ডামির ইতিহাসটাই যেন সবার সামনে নতুন করে উন্মোচন করে দিলেন! সম্প্রতি একটা অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি কলামে স্যার স্বীকার করেছেন- একাত্তর সালে তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন নাই! কারন হিসেবে তিনি যেসব যুক্তি দেখিয়েছেন তা যথেস্ট হাস্যকর!
"বাবাকে মেরে ফেলার পর আমি আমার পরিবারের সবাইকে নিয়ে বর্ডার পর হবার (অর্থ্যাৎ চোরের মত দেশ ছেড়ে পালানোর) পরিকল্পনা করেছিলাম। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী মাত্র ১৩ দিনের মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে গেল- তাই আমার মুক্তিযুদ্ধা হওয়ার শখ পুরণ হল না।"
তবে দেশত্যাগের পরিকল্পনা করার আগ পর্যন্ত তিনি যে এক রাজাকারের বাড়িতে আত্মগোপন করে ছিলেন- এই প্রসঙ্গটা স্যার (!) কৌশলে এড়িয়ে গেছেন। যাইহোক, তার এই লেখাটি পড়ে আমরা যা বুঝতে পারলাম তা হল-
১। মুক্তিযুদ্ধের স্থায়ীত্বকাল ছিল মাত্র ১৩ দিন!!!
২। জাফর মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে উল্টো দেশকে বিপদের মধ্যে রেখে বর্ডার পাড়ি দিয়ে ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করেছিল।
৩। বর্ডার ক্রস করার আগেই দেশ স্বাধীন হয়ে গিয়েছিল, তাই সে আর মুক্তিযুদ্ধা হতে পারেনি!
৪। মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা একমাত্র তার দ্বারাই সম্ভব।
৫। নিজে মুক্তিযুদ্ধা না হয়েও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার একে খন্দকারের ভূল বের করার দূঃসাহস দেখানো একমাত্র জাফর স্যার (!) এর মত ষাঁড়ের পক্ষেই সম্ভব!
বিষয়: বিবিধ
১৭৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হইতেও পারে!
লং লং এগো ইন এ গ্যালাক্সি ফার ফার এওয়ে!!!
মন্তব্য করতে লগইন করুন