ফেসবুকের ভয়ঙ্কর কিছু FIELD (ক্ষেত্র) এর বর্ণনা (পর্ব-২)

লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৬:১৩ সন্ধ্যা

ফেসবুকে একটা জিনিস প্রায়ই চোখে পড়ে, সেটা হল- "in an open relationship", অনেকেই দেখি খুব গর্বের সাথে নিজের প্রোফাইলে ঝুলিয়ে রাখেন! সম্ভবত তাদের ৯৯%ই জানেনা এই open relationship এর মানেটা কি। জানলে তারা কখনোই এটা ব্যবহার করতো না। যেমন ধরা যাক- জয় নামে একটা ছেলে প্রোফাইলে দিয়ে রেখেছে "in an open relationship with sadia", এর মানে হল- সে সাদিয়া নামের একটা মেয়ের সাথে প্রেম করছে ঠিকই কিন্তু তারা দুজনেই জানে এটা সাময়িক প্রেম এবং এই সম্পর্কে ভালোবাসার তেমন কোন স্থান নেই। বরং একটা মিউচুয়্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং মৌখিক চুক্তির ভিত্তিতে এধরনের সম্পর্ক গড়ে ওঠে। Sexual এবং হালকা Romantic এই সম্পর্কটি ভেঙে দিয়ে তারা যখন তখন অন্য কারো সাথে সম্পর্ক করার স্বাধীনতা রাখে। এমনকি সাদিয়ার সাথে প্রেম থাকা অবস্থাতেও জয় একই সময়ে অন্য কারো সাথেও শারীরিক ও মানসিকভাবে প্রেম করার অধিকার রাখে। একই কথা প্রযোজ্য সাদিয়ার ক্ষেত্রেও, অর্থ্যাৎ সে-ও চাইলে একই সময়ে অন্য কারো সাথে নতুন সম্পর্ক তৈরি করতে পারবে- জয় তাতে আপত্তি করতে পারবে না। অর্থ্যাৎ এই সম্পর্কে কোন বন্ধন নাই, ঝুট-ঝামেলা নাই, কোন কমিটমেন্ট নাই, কেবল enjoy আছে, আর আছে অবাধ স্বাধীনতা। এ স্বাধীনতা একসাথে একাধিক প্রেম করার স্বাধীনতা, এ স্বাধীনতা- ভালো না লাগলে যে কোন সময় সম্পর্ক ভেঙে দেয়ার স্বাধীনতা। এ সব কিছু জেনেশুনেই জয় সাদিয়ার সাথে এবং সাদিয়া জয় এর সাথে প্রেম করছে.......

এবার নিজেই নিজেকে প্রশ্ন করুন- এই অপশনটি আপনার জন্য প্রযোজ্য কিনা? আমাদের ধর্ম কিংবা সমাজে এধরনের সম্পর্কের গ্রহনযোগ্যতা আছে কিনা?

বিষয়: বিবিধ

১৪৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File