হামাস যদি সন্ত্রাসী হয়, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়া মুক্তিযুদ্ধারা তাহলে কি???

লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১৩ জুলাই, ২০১৪, ১০:০৫:৫১ রাত

বাংলাদেশের নাস্তিকরা উঠেপড়ে লেগেছে ফিলিস্তিনে জিহাদের ঝান্ডা বহনকারী মুক্তিকামী দল হামাসকে সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। আমি তাদেরকে বলতে চাই- হামাস যদি সন্ত্রাসী হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেসব বীর মুক্তিযুদ্ধা অংশগ্রহন করেছে তারা সবাই একেকটা সন্ত্রাসী। দেশের জন্য লড়াই করা যদি সন্ত্রাস হয় তাহলে মুক্তিযুদ্ধারা হল সবচেয়ে বড় সন্ত্রাসী। হামাস তো বাংলার মুক্তিযুদ্ধাদের চেয়েও বেশি গৌরবের অধিকারী, তারা একইসাথে দেশ এবং ধর্ম দুইটার জন্য লড়াই করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধারা হচ্ছে ভূয়া শহীদ, ইসলাম তাদেরকে শহীদ হিসেবে গণ্য করে না, কিন্তু ফিলিস্তিনে ইহুদীদের হাতে নিহত প্রত্যেকটা মৃত বাচ্চাও একেকটা খাটি শহীদ। তারা মরে গিয়ে মারা যায়নি- "তাদেরকে তোমরা মৃত বল না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না।"

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244446
১৩ জুলাই ২০১৪ রাত ১০:১০
পুস্পিতা লিখেছেন : হামাস যদি সন্ত্রাসী হয়, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়া মুক্তিযুদ্ধারা বিশ্বসন্ত্রাসী...
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪০
191561
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : ঠিক বলেছেন। কমেন্টের জন্য ধন্যবাদ।
244488
১৪ জুলাই ২০১৪ রাত ০২:২৩
নিশা৩ লিখেছেন : একমত লেখকের সাথে এবং পুষ্পিতা আপুর সাথে।
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪০
191563
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : একমত হওয়ার জন্য শুকরিয়া।
244502
১৪ জুলাই ২০১৪ রাত ০৩:৫৬
ইবনে আহমাদ লিখেছেন : একমত হওয়ার মত লিখা।
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪১
191564
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।
253191
১১ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৯
ইবনে আহমাদ লিখেছেন : যারা এভাবে সরলিকরণ করে তাদের জন্য করুনা হয়।
হামাসের নেতৃত্ব সঠিক ইসলামী আন্দোলন। আর বাংলাদেশের যুদ্ধটা হল অন্য কিছু?
আমরা উভয়টাকে ই সম্মান করি। তবে মর্যাদার দিক থেকে দুটা সম্পুর্ণ আলাদা।
১১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৫
197301
কাহাফ লিখেছেন : ঠিক ভাই, হামাসের টা বেশী মর্যাদাশালী.......।
253217
১১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৪

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File