মিয়ানমারের সাথে বাংলাদেশের সামরিক শক্তির ফারাক (তুলনামূলক বিশ্লেষণ)
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ০২ জুন, ২০১৪, ১০:৩৮:৫৪ রাত
মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ বাধলে কারা জয়ী হবে? ক্ষয়ক্ষতি কাদের বেশি হবে? এসব প্রশ্নের উত্তর পাবেন এই পরিসংখ্যানে... দুই দেশের সামরিক শক্তিমত্তার একটি তুলনামূলক পরিসংখ্যানের জন্য ছবিটি ভাল করে দেখুন। খেয়াল করলে দেখবেন- বর্তমানে সামরিক শক্তিতে মিয়ানমার বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। ২০০০ সালে বিডিআর একাই যুদ্ধ করে বার্মাকে যেভাবে নাস্তানাবুদ করে দিয়েছিল, বার্মা সশস্ত্র বাহিনী এখন সেই পর্যায়ের চেয়ে কয়েকগুন বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। যে বার্মার সীমান্ত রক্ষী, সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ আক্রমন প্রতিহত করে বিডিআর একাই ৬০০ বারমিজ সেনা হত্যা করে দেশের অংশ রক্ষা করেছিল, আজ সেই বার্মার কাছে আমাদের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যরা নিহত হলে লাশটি ফেরত আনতেও বেগ পেতে হয়। এটি বার্মার সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতার বর্তমান অবস্থানকে বুঝিয়ে দেয়ার জন্য যথেষ্ট।
এই মুহুর্তে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। যেহেকু আক্রমনের সূচনাটা হবে মিয়ানমারের পক্ষ থেকে তাই ক্ষয়ক্ষতিটা বাংলাদেশেরই বেশি হবে।
আমার সবচেয়ে আশ্চর্য্য লাগে বাংলাদেশের সাধারন মানুষের পাশাপাশি দেশের সামরিক বাহিনীগুলোও নীরবতা পালন করছে এটা দেখে। তাদের সেরকম কোন তৎপরতা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। সরকারের কোন মাথাব্যথাই নেই মনে হচ্ছে এব্যাপারে। অথচ মিয়ানমার খুবই গুরুত্বের সাথে নিয়েছে পুরো ব্যাপারটিকে। সীমান্তে মিয়ানমারের সামরিক বাহিনীর সমাবেশ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। তারা বড় ধরনের কোন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এতে কোন সন্দেহ নেই। হঠাৎ করে আক্রমন করে বসলে সেটা ঠেকানোর মত ক্ষমতা বিজিবির কতটুকু আছে তা নিয়েও আমার সন্দেহ আছে। বিজিবি আধা-সামরিক বাহিনী। আধা সামরিক একটা বাহিনীর পক্ষে সামরিক বাহিনীকে ঠেকানো সম্ভব হবে না বিশেষ করে যখন মিয়ানমারের সামরিক বাহিনীর একটি বিশাল অংশ সীমান্তে অবস্থান নেয়া শুরু করেছে। সেই হিসেবে সীমান্তে বিজিবির সংখ্যা হাতে গোণা। সত্যি কথা বলতে গেলে, মিয়ানমারের সেনাবাহিনী অতর্কিত আক্রমন চালালে বিজিবির চট্টগ্রাম থেকে পালিয়ে আসা ছাড়া আর কোন উপায় থাকবে না।
(কারেকশনঃ দুই দেশের আয়তন বর্গকিলোমিটারে দেয়া হয়েছে।
ফেসবুকে আমি- Click this link
বিষয়: বিবিধ
৫১৪৭৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু মুসলিমদের কোরান বিজ্ঞান, দোয়া, মোনাজাত,বদরযুদ্ধ, আল্লাপূজা, একমাত্র সত্য! ধর্মের ফেরেস্তাদের কুদরতি......এসবের কি কোন মুল্যা নেই?
শিক্ষা নিন এরকম আপুদের থেকে.
মরিয়মের ফাঁসি, এখানে দেখুন- Click this link
যদি মির জাফর বা এল ইদ্রুস এর মত কোন সেনাপতি না থাকে তাহলে বিপুল শক্তিনিয়েও মায়ানমারের সল্প প্রশিক্ষিত বাহিনি বেশি আগাতে পারবেনা।
কিছু জানতে পারলাম
লিখে যান আপনার
মতো
মন্তব্য করতে লগইন করুন