ফেসবুকে সমকামিতার প্রচার
লিখেছেন লিখেছেন নাজমুস সাকিব গালিব ২৮ জুন, ২০১৫, ০২:২০:০০ দুপুর
ফেসবুকে অনেকেই রংধনুর ইফেক্ট এ ছবি আপ করছেন। অনেকেই জেনে অনেকেই না জেনে। সমকামিতা আইন পাস হওয়ার কারনে আসলে এই ব্যাপারটা এই ভাবে সেলিব্রেট করা হচ্ছে। ছেলের সাথে ছেলের বিয়ে অথবা মেয়ের সাথে মেয়ের বিয়ে এটাই মুলত সমকামিতা। মুসলমান দের জন্য যা একদম হারাম। এর চেয়ে জঘন্য বা লজ্জার কাজ কি আর হতে পারে? এখন, আপনি মুসলমান হয়ে এটা কিভাবে সাপোর্ট করেন? ছি!! মুলত সমকামি কোন আধুনিক কোন কিছু না এটা অনেক পুরন। যারা সমকামিতায় আসক্ত ছিল তাদের কে মহান আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। কাফেররা ব্যভিচার কে খুব পছন্দ করে, যা মুসলিমদের করা উচিৎ না। শুধু সমকামি তাদের মধ্যে সীমাবদ্ধ না উভয়কামি, লিঙ্গ পরিবর্তনকারী করে যৌন উপভোগ করা তাদের মধ্যে রয়েছে যা সম্পূর্ণ হারাম। LGBT(lesbian, gay, bisexual, and transgender) জানা না থাকলে উকিপিডিয়াতে দেখেতে পারেন। এলজিবিটি উপস্থাপনা করতে চাচ্ছে তারা রংধনুর মত সুন্দর কিন্ত মজার বিষয় তাদের পতাকায় ৭ রং নেই ৬ রং দিয়ে তৈরি।
তাদের ৬ রঙের পতাকা যতই সুন্দর হোক না কেন তাদের মনের রং এক দম কালো।
আল-কোরআন এবং হাদিসশরিফ সম্পর্কে তাদের কুকর্মের বর্ণনা আছেঃ
* "এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ? তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।" (আরাফ ৭:৮১-৮২)
* "সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য সঙ্গিনী হিসেবে যাদের সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।" (শুয়ারা ২৬:১৬৫-১৬৬)
* "স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ! তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়। অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে উদ্ধার করলাম তাঁর স্ত্রী ছাড়া। কেননা, তার জন্যে ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম।" (কুরআন 27:54-57)
হাদিসঃ
# "ইবনে আব্বাস বলেন, রাসুল (স) বলেছেন, তোমরা যদি কাউকে পাও যে লুতের সম্প্রদায় যা করত তা করছে, তবে হত্যা কর যে করছে তাঁকে আর যাকে করা হচ্ছে তাকেও।" (আবু দাউদ 38:4447)
# "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসুল (স) বলেন, এক পুরুষ আরেক পুরুষের সাথে বা এক নারী আরেক নারীর সাথে ঘুমাতে পারবে না লজ্জাস্থান ঢাকা ব্যতীত। তবে ব্যতিক্রম করা যাবে, শিশু আর পিতার ক্ষেত্রে... রাসুল (স) ৩য় আরেকজনের কথা বলেছিলেন কিন্তু আমি ভুলে গিয়েছি।" (আবু দাউদ, 31:4008)
# "জাবির (রা) থেকে বর্ণিত, রাসুল (স) বলেছেন, আমি আমার কওমের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা আশঙ্কা করি সেটা হল লুতের কওম যা করত সেটা যদি কেউ করে... " (তিরমিজি, 1457)
সমকামীদের শাস্তি কী সেটা দেখা যাক। হাদিস আমাদের জানাচ্ছেঃ
# "ইবনে আব্বাস বলেন, অবিবাহিত কাউকে যদি সমকামিতায় পাওয়া যায় তাহলে তাঁকে পাথর মেরে হত্যা করতে হবে।" (আবু দাউদ, 38:4448 )
# "যে কাউকে লুতের কওমের মতো করতে দেখলে যে দিচ্ছে আর যে পাচ্ছে দুজনকেই হত্যা কর।" (তিরমিজি 1:152)
# "ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসুল (স) বলেছেন, অভিশপ্ত সে যে কিনা কোন পশুর সাথে সেক্স করে, আর অভিশপ্ত সে যে কিনা সেটা করে যা লুতের সম্প্রদায় করত।" (Ahmad:1878)
# "ইবনে আব্বাস (রা) বলেন, আলী (রা) তাঁর সময়ে ২ জন সমকামীকে পুড়িয়ে দেন। আর আবু বকর(রা) তাদের উপর দেয়াল ধ্বসিয়ে দেন।" (মিশকাত, খণ্ড ১, পৃষ্ঠা ৭৬৫, প্রস্তাবিত শাস্তি)
পশুপাখিরাও সমকামিতা ঘৃণা করে কিন্ত অধমরা প্রচার করে বেড়াচ্ছে পশুপাখিরাদের মধ্যে সমকামিতা দেখা যায় যা সম্পূর্ণ মিথ্যা। সমকামিতার মাধ্যমে এইডসের মত ভয়াভয় রোগ বিস্তার লাভ করেছে তা হুমায়ূন আহমেদ তাঁর অপরাহ্নের গল্প নামক এক গল্পে প্রকাশ করেন। তাঁর গল্পে একটা লাইন,
" এ রোগ প্রথম ধরা পড়ে সমকামিদের মধ্যে ১৯৮১ সালে নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া। শুরুতে গবেষকরা ধারনা করেছিল এ রোগ প্রধান কারন সমকামিতা। এখন আর ধারনা করে না ।"গবেষণা করলে দেখা যাবে সমকামিতা ভয়াভয় রোগের উৎস।
বিষয়: বিবিধ
১৯৩৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন