ফেসবুক- ফেইক আইডি চেনার সহজ উপায় ।
লিখেছেন লিখেছেন অনুজ্জ্বল_তারা ২২ জানুয়ারি, ২০১৫, ০৭:৪০:০৫ সন্ধ্যা
১. প্রোফাইল নেম ও ইউ আর এল বক্সের নামের মধ্যে পার্থক্য থাকবে ।
২. সুন্দর নিক নেম থাকবে ও সাথে প্রোফাইল পিকচারে মেয়ের (সুন্দর) ছবি থাকবে ।
৩. বেশীরভাগ ক্ষেত্রে জেন্ডার ফিমেইল হবে ।
৪. ইন্সটিটিউশন নেম এ থাকবে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকবে ।
৫. পোস্টে কমেন্টের রিপ্লে / আনসার থাকবে না ।
৬. সাধারণত সব ফেইক আইডিধারী সুন্দর চেহারার হয় (সুন্দর সুন্দর ছবি আপলোড দেয়) ।
৭. সাধারণত ইনঅ্যাক্টিভ(বেশীরভাগ) থাকে ।ব্যতিক্রম-লাইক ভিখারীরা ।
৮. ভাবপ্রধান(রিয়ালিটির নূন্যতম উপস্থিতি থাকে না) পোস্ট আফডেট করে থাকে ।
৯. মেসেজের রিপ্লাই হবে একগেয়ে (হয় পজিটিভ নয় নেগেটিভ) ।
১০. কৌতুক/লাভ স্টোরি বিষয়ক পোস্ট থাকবে মাস্ট (লাইক ভিখারীরা) ।
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার প্রোফাইল ঘুরে এসে জিগায়লাম ”ঢাকা কলেজ” এ ২০১২ সাল থেকে কোন সাবজেক্ট অনার্স পড়েন?
রিপ্লাই এলো- বাংলা
মন্তব্য করতে লগইন করুন