যা বলেনা টিভির টকশোতে আমাদের সুশিলরা । প্লিজ একবার চোখ-বুলান ।
লিখেছেন লিখেছেন বিজয়২৪ ০৪ জুন, ২০১৪, ১২:৫৭:৪৯ দুপুর
আমাদের সমাজে নস্টামি যেভাবে বেড়ে যাচ্ছে তা হয়তোবা একদিন পারমানবিক বোমার মত ধ্বংস ডেকে আনবে ।সমাজ থেকে নীতি নৈতিকতা যেভাবে উঠে যাচ্ছে তার জন্য দায়ী একমাত্র আমাদের সমাজ ব্যবস্থা ।আমরা হয়তোবা কেউ জানিনা আমাদের টিনেজ বয়সী ছেলে মেয়েরা যেভাবে জরিয়ে যাচ্ছে অপরাধ চক্রে । স্কুলের শতকরা ৯০% ছেলে মেয়েরা ব্যস্ত ইন্টারনেট, ফেইসবুক, এবং অশ্লীল ছবি এবং ভিডিওতে । তাদের এদিকে এমন জোক যা নেশার চাইতে ও মারাত্নক । এছাড়া বিভ্ন্নি প্রকার নেশা যেমন পেনিসিডিল, ইয়াবা, গান্জা সহ হরেক রকম নেশা সামগ্রী । এই অপরাধ গুলো মনে হয় আমাদের সমাজে ফ্যাসন হয়ে গেছে, যা একটি সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ঠ । বয়স যখন ১৪ তখন থেকেই শুরু হয় এই অপরাধ গুলো । এর অনেক কারণ রয়েছে । যখন ছেলে মেয়েরা তার স্কুলগামী বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশা শুরু করে তখন থেকেই তারা এই অপরাধ এবং নস্টামির সাথে পরিচিত হতে থাকে । আমরা ভাবতে ও পারিনা এই অপরাধ গুলোর দিকে আমাদের ছেলে-মেয়েরা কিভাবে ধাবিত হচ্ছে । এর আরেকটি কারণ হচ্ছে একটি মুসলীম প্রধান দেশ হয়ে সঠিক ধর্মকে চর্চা না করতে দেয়া । মনে পড়ে জনাব ফরহাদ মাজারের একটি কথা যিনি বলেছিলেন এদেশর মুসলমানেদের কে তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সঠিক ধর্ম চর্চা করতে দেয়নি প্রধান রাজনৈতিক দলগুলো । যার জন্য আমাদের সমাজে এক প্রকার ধর্মহীনতা বেড়েই যাচ্ছে । মোসজিদ -মাদ্রাসা, মন্দির গুলো ঠিকই চাকচিক্য করছে, কিন্তু যাদের জন্য এই উপাসনায়গুলো নির্মাণ করা হয়েছে তাদের কোন দেখা নেই এগুলোর সাথে । মাননীয় সাবেক মন্ত্রী গোলাম মাওলা রনির তার একটি লেখায় সে অকপটে-ই বলেছেন মৌলবাদ ও জঙ্গির দোহাই দিয়ে ধর্মের প্রতি মানুসকে ভীত, অনুত্সাহিত করা হচ্ছে । আপনি হয়তোবা জানেন না আপনার স্কুলগামী ছেলেটি কত নস্টামির সাথে জরিয়ে যাচ্ছে । অনেকে অবিভাবক হয়তোবা তার ছেলে-মেয়েকে এমন আদর সোহাগ করেন, তারা তাদের ছেলে-মেয়েদের এই অপরাধগুলো চোখে দেখেননা। প্লিজ আসুন আমরা রক্ষা করি আমাদের এই সমাজটিকে, আমাদের ছেলেমেয়েদের এবং আমাদের পরিবার কে ।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমাজ ধ্বংস-ই তো তাদের প্রধান উদ্দেশ্য।
সে নষ্ট সমাজের তারাই হবে রাজা।যেখানে থাকবেনা তাদের কোন প্রতিদ্বন্দ্বী ।কারণ তারা বর্তমান ভাল সমাজের নষ্টা সুতরাং তারা হবে সে নোংরা সমাজের নষ্টার শ্রেষ্ঠা !
০ কারও প্রাইভেসী হেম্পার হয় এরকম কাজ কি করা উচিত ?
পিলাচ
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন