প্লিজ আমি ব্লগে প্রথম, আমার লেখাটি পড়ুন
লিখেছেন লিখেছেন বিজয়২৪ ০৩ জুন, ২০১৪, ০৬:২১:০০ সন্ধ্যা
মসজিদে আজান হচ্ছে-মুসুল্লীও আগের চাইতে বেশী। মন্দিরের পুজারীদের ডাটফাট দেখলে মনে হয় এবছর পুজো জমবে বেশ। পাড়া মহল্লায় বড় বড় মসজিদ হচ্ছে-মন্দিরের সংখ্যাও নেহায়েত কম নয়। কিন্তু কোথায় যেনো গলদ। মানুষের মন থেকে দিনকে দিন ধর্মবোধ ওঠে যাচ্ছে। ধর্মীয় শিক্ষা কোথায় যেনো বিলীন হয়ে যাচ্ছে। আজ আর সকাল হলেই মসজিদ গুলো মক্তবে পরিনত হয়না। বাড়ীতে বাড়ীতে গৃহবধু এবং গৃহকর্তা সাত সকালে ঝুলে ঝুলে কোরআন পড়েনা। অবোধ শিশুরা দল বেঁধে আমপারার তালিম নেবার জন্য মসজিদে ছুটে যায়না। আরবী হরফ কিংবা বর্নমালা আজ আর মুসলিম পরিবার গুলোতে মর্যাদার সঙ্গে উচ্চারিত হয়না। সব কিছুর মধ্যেই রাষ্ট্রীয় মদদে তালেবান কিংবা জঙ্গি শব্দমালা এমন ভাবে ঢুকিয়ে দেয়া হয়েছে যাতে ধর্মহীনতাই যেনো মর্যাদার প্রতীক বলে বিবেচিত হচ্ছে।
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলেছেন-
কিন্তু যা দেখালেন-----
নতুন তো, তাি নিয়ম-নীতি জানেন না ধরে নেয়া যায়
কিন্তু ভবিষ্যতে পূণরাবৃত্তি যেন না হয়!!
নিজে লিখুন- যেমনই হোক-
লিখতে লিকতেই লেখক হয়ে উঠবেন
দোয়া করি...
পুরানা ভার্সন কি চলবে? ??
মেরামত করে নিয়েন।
জোরছে লেখা চালিয়ে জান।
মন্তব্য করতে লগইন করুন