ব্লগে চোর ঢুকেছে নাকি অন্য কিছু.........
লিখেছেন লিখেছেন ধন্যবাদ ১৭ জুন, ২০১৪, ০২:৫৮:৪৭ দুপুর
যদিও আমি ব্লগার হিসেবে নতুন পাঠক হিসেবে কিন্তু অনেক পুরনো.
"ব্লগের সর্বাধিক পঠিত" কলামে ক্লিক করলে হিসেব মিলাতে পারি না.
মাথা আউলা ঝাউলা হয়ে যায়.
আজও ক্লিক করে দেখলাম ৬৩১৬ বার পঠিত সবচেয়ে বেশি পঠিত লেখাটির মাঝে মন্তব্য করেছেন মাত্র ২ জনে.
২৩৫০ বার পঠিত লেখাটিতে মন্তব্য ৯ জনের
২১৭৬ বার পঠিত লেখাটিতে মন্তব্য ৫ জন.
১০৩৭ বার পঠিত লেখাটিতে মন্তব্য ১৪ জন
৭৯৮ বার পঠিত লেখাটিতে মন্তব্য ১৪ জন.
৭৩৫ বার পঠিত লেখাটিতে মন্তব্য ১৫ জন.
এমন কেন হয়?
লেখাগুলো ব্লগে চোর ঢুকে পড়ে মন্তব না করে চলে যায়? নাকি অলসেমির কারনে মন্তব্য করেন না? নাকি অন্য কিছু? অন্য কিছু হলে কি হতে পারে?
(আমার পুরনো লেখাগুলো তিনশবার পঠিত এর নীচে. আর এটি দেখছি হাজার বার ছড়িয়ে গেছে। এসব কি করে সম্ভব )
বিষয়: বিবিধ
২৪৬০ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কিন্তু এসব চুরি চামারিতে নাই
আমি কিন্তু এসব চুরি চামারিতে নাই"
সব চোরই প্রথমে এমন বলে. রিমান্ড়ে নিয়ে গেলে সত্য বেরিয়ে আসবে
ব্লগারেরা এইসব ভাল পায় না
ব্লগারেরা এইসব ভাল পায় না
চোর ঢুকেছে চোর ছুকেছে
ব্লগের মাঝে ঐ
ব্লগ চোরাদের ধরতে হবে
কইরে তোরা কই।
সাথে থাকার জন্য
বছর উর্দ্ধো ব্লগারের মন্তব্য বেশ ভাল লাগল.
চোরের স্থলে জ্বিন দিলে লেখাটা আরেকটু মার্জিত হতো.
তবু আমিতো আগেই বলে দিয়েছি. সর্বাধিক পঠিত কলামে ক্লিক করলে মাথা আউলা-ঝাউলা হয়ে যায়.
তাছাড়া "ইশকে মে... না কা মতলব তো হাঁ হোতা হ্যায়."
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এটা অইলো গিয়ে ব্লগের কেরামতি!
মন্তব্য করতে লগইন করুন