বোনের কাছে সাঁতার শেখা
লিখেছেন লিখেছেন ধন্যবাদ ০৮ জুন, ২০১৪, ১১:০০:২১ রাত
আমাকে সাঁতার শেখাবে বলে বাবা কত না চেষ্টা করেছেন. প্রতিদিন গোসলের সময় তাঁর হাতের তালুতে ভাসিয়ে ভাসিয়ে বলতেন দূরে দেখ, হাতে পানি টান, মাথা উপরের দিকে রাখ, পা দ্বারা পানিতে আঘাত কর. দূরে দেখা হলে পা দ্বারা পানিতে আঘাত করা হয় না. মাথা উপরের দিকে রাখলে হয়তো হাত দ্বারা পানি টানা হয় না. বাবা দু'বছরের বেশি সময় চেষ্টা করেও আমাকে সাঁতার শেখাতে পারেন নি. তবু বাবা আমাকে দোষতেন না বরং দোষতেন আমার আম্মুকে তিনি আম্মুকে বলতেন "তুমি সাঁতার জানো না তাই তোমার ছেলেও সাঁতার শিখতে পারছে না." মা বলতেন "দেখতে তো আপনার মতোই হয়েছে." তাঁদের ঝগড়া দেখে আমি মিটি মিটি হাসতাম. বাবা বলতেন দেখ বাবা সাঁতার না জানলে অনেক বিপদ মনে করো কোন গ্রামে সাঁকো দিয়ে খাল পার হচ্ছ হঠাত সাঁকো থেকে পড়ে গেলে তখন তোমার কি হবে?
আমি বলতাম আপনার হাত ধরে পার হলে পড়ব না. বাবা হাসতেন অন্যভাবে আবার সাঁতারের গুরুত্ব বুঝাতেন.
একদিন নানা বাড়ি গেলাম দেখলাম আমার চেয়েও ছোট আমার মামাতো বোন পুকুরে সাঁতরিয়ে এপার থেকে ওপার চলে যাচ্ছে. সে যখন জানল আমি সাঁতার জানি না. আমার মনে ঘৃণা জন্মানোর জন্য আরো বেশি করে সাঁতরাচ্ছে. মা-মামী আমাকে বললেন দেখ ও তোমার ছোট হয়ে সাঁতার পারে ও পড়ে প্রথম শেণিতে আর তুমি তৃতীয় শ্রেণিতে পড়েও সাঁতার পারো না.
আমি যখন কোমর পর্যন্ত পানি তে নামলাম সে ডুব দিয়ে আমার পা ধরে টান দেয়. আমি ভয়ে উঠে যাই. মামাতো বোন আমাকে বলে বাঁশ ধরে সাঁতার কাট, খুব ভাল লাগবে. দুজন পুকুরে ভিজতে দেওয়া বাঁশ ধরে কিছুক্ষণ সাঁতার কাটলাম এরপর সে আমাকে বলে তুমি একটু ঘাটে বিশ্রাম নাও. আমি পুকুর ঘাটে সীনা সম পানিতে দাঁড়িয়ে আছি. সে ঘাট থেকে তিন চার হাত দূরে বাঁশটি এনে আমাকে বলল : "লাফ দিয়ে বাঁশ ধর" যেই না আমি বাঁশ ধরতে গেলাম সে হাসতে হাসতে সাতরিয়ে বাঁশটা নিয়ে সামনের দিকে চলে যেতে লাগল. আমি বাঁশ ধরতে চাই সে অমনি বাঁশ নিয়ে সামনের দিকে এগুতে থাকে আমি পানি খেতে খেতে সামনের দিকে যাই. সে চিত্কার দিয়ে বলে মুখ বন্ধ করো. আমি মুখ বন্ধ করে আট দশ হাত এগুলে সে থেমে আমাকে বাঁশ ধরতে দেয় এবং খিল খিলিয়ে হাসে. আমি রেগে এক হাতে বাঁশ ধরে আরেক হাতে তার পিঠে দু'টি ঘুষি লাগিয়ে দিলাম. সে বলল আবার মারলে বাঁশ থেকে নামিয়ে দেব. ওদিকে পুকুর পাড়ে আম্মু, মামীরা হাসতে হাসতে খুন. সেদিন আমার ভয় দূর হয়ে গেল. বাড়িতে এসে নিজে নিজে সাঁতার শুরু করে দিলাম.
এখন যদি মনে পড়ে তাকে ঘুষি দেওয়ার কথা. লজ্জায় মাথা নীচু হয়ে আসে. সাঁতারের কথা মনে হলে মনে পড়ে সেই বোনটির কথা.
বিষয়: বিবিধ
১৮২১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার চাইতে ভালনয়
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন